শিরোনাম: বেলাগাম সংক্রমণ, ফের চালু হতে চলেছে কনটেনমেন্ট জোন | Bangla News

Continues below advertisement

জুলাইয়ের পর ফের রাজ্যে দৈনিক সংক্রমণ হাজার ছুঁইছুঁই। ফের চালু হওয়ার পথে কনটেনমেন্ট জোন। কলকাতায় চালু হচ্ছে ২টি সেফ হোম। 

কলকাতায় আরও বেলাগাম করোনার সংক্রমণ। একদিনে আক্রান্ত ৪৪৯জনের প্রায় অর্ধেকই ডবল ডোজ প্রাপক। ২৫৭জন উপসর্গহীন। 

কলকাতায় সংক্রমণ নিয়ে পুরসভা-স্বাস্থ্য দফতরের দ্বিমত। জেলার থেকে এসে অনেকেই টেস্ট করান, আসলে আক্রান্ত ২৬৮জন, দাবি স্বাস্থ্য অধিকর্তার। 

সংক্রমণ বাড়তেই শুরু কড়াকড়ি। রাত সাড়ে ১০টার পরে কলকাতায় বন্ধ করতে হবে রেস্তোরাঁ-পানশালা। মাস্ক না পরায় জেলায় জেলায় ধরপাকড়। 

ফের চোখ রাঙাচ্ছে করোনা। উপনির্বাচনে বুথের মধ্যে থাকতে পারবেন না ৪জনের বেশি ভোটার। প্রচার শেষের পরেই বুথের ২০০ মিটারে ১৪৪ ধারা।

উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ১১জন বাঙালি অভিযাত্রীর মৃত্যু। হরিদেবপুরের একজন নিখোঁজ। আহত অবস্থায় দক্ষিণ ২৪ পরগনার একজন উদ্ধার। 

ট্রেকিংয়ে গিয়ে কালীঘাট, হরিদেবপুর থেকে নেপালগঞ্জের পরপর অভিযাত্রীর মৃত্যু। 

কংগ্রেস নয়, বিজেপি-বিরোধী মুখ এখন তৃণমূলই। গোসাবায় প্রথম ভোট প্রচারে গিয়েই হুঙ্কার অভিষেকের। 

অভিষেকের আক্রমণের মুখে পাল্টা কটাক্ষ অধীরের।

১০ বছর ভোগান্তির শিকার গোয়ার মানুষ। নতুন ভোরের সূচনা করব, পানাজি যাওয়ার আগে ট্যুইট মমতার। বিজেপিকে হারাতে একজোট হওয়ার বার্তা। 

ত্রিপুরা-গোয়া নিয়ে বিজেপিকে চড়া সুরে আক্রমণে অভিষেক। 

মমতা যাওয়ার আগে ডবল ইঞ্জিন সরকারের হাত ধরে আত্মনির্ভর গোয়া গঠনের ডাক মোদির। উন্নয়নে ৫০০ কোটি টাকা বরাদ্দ। 

বিজেপির প্রচার ঘিরে ফের উত্তপ্ত দিনহাটা। তৃণমূলের জয় বাংলা স্লোগান। পাল্টা জোর করে পতাকা লাগাতে বাধা দেওয়ার দাবি।

৩৭০ ধারা প্রত্যাহারের পর প্রথমবার কাশ্মীরে অমিত শাহ। গেলেন জঙ্গি হানায় নিহত পুলিশ আধিকারের বাড়ি। 

উত্তরপ্রদেশে ভোটকে পাখির চোখ করে শুরু কংগ্রেসের প্রতিজ্ঞা যাত্রা।বরাবাঁকি থেকে কর্মসূচির সূচনায় প্রিয়ঙ্কা। চলবে ১২ হাজার কিলোমিটার জুড়ে। 

মরুঝড়ের অপেক্ষায় মরুশহর। দুবাইয়ে সুপার সানডে থ্রিলারে মুখোমুখি ভারত-পাকিস্তান। দলে আসতে পারেন হার্দিক, বরুণ। ঘোষিত পাক-একাদশ।

বিরাট-রোহিতদের পাওয়ার হিটিং না বুমরাহর ইয়র্কার? কোন ফর্মূলায় পাক-বধ? বিশ্লেষণে লক্ষ্মী, সম্বরণ। ২২ গজে বিশ্বযুদ্ধ, সকাল ৯:৩০। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram