Morning Headlines: আজ থেকে বাতিল সরকারি-বেসরকারি হাসপাতাল ছাড়া সব ভ্য়াকসিনেশন ক্যাম্প

Continues below advertisement

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের জের। আজ সরকারি-বেসরকারি হাসপাতাল ছাড়া সব জায়গায় ভ্যাকসিনেশন ক্যাম্প বাতিল। বেসরকারি ভ্যাকসিনেশন ক্যাম্পের ভবিষ্যত নিয়ে  স্বাস্থ্য ভবনে উচ্চ পর্যায়ের বৈঠক। 

ভুয়ো ভ্য়াকসিনেশনে পরিকল্পনায় ভুয়ো পরিচয় দিয়ে সিরাম ইন্সটিউটকেও মেল দেবাঞ্জনের। বাজার থেকে জাল ভ্য়াকসিন কিনে দু'টি শিবির। কেএমসির (KMC) ডেপুটি ম্য়ানেজারের নামে খোলা হয় ভুয়ো মেল আইডি। 

সরকারি সংস্থার নামের সঙ্গে সাদৃশ্য রেখেও জালিয়াতি দেবাঞ্জনের। সরকারি নামের মতো একটি অ্যাকাউন্ট খুলে সেখান থেকেই দিতেন কর্মীদের বেতন। ৮টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ।

টালিগঞ্জেও দেবাঞ্জন যোগ। যাতায়াত ছিল স্টুডিও পাড়ায়। সিনে ফেডারেশনের ক্রিকেট টুর্নামেন্টে হাজির থেকে সম্বর্ধনা নেন ভুয়ো আইএএস। 

দেবাঞ্জনের প্রতারণার ফাঁদে পারিবারিক বন্ধু থেকে পরিচিতরাও। বোনের বান্ধবীর পরিবারকে ভুয়ো ক্যাম্প থেকে ভ্যাকসিন। সিনেমায় অভিনয়ের টোপ দিয়ে গৃহ শিক্ষকের থেকে টাকা হাতানোর অভিযোগ। 

দেবাঞ্জন দেবের অফিসে কারও সঙ্গে কথা বললে ধাপায় বদলির হুমকি। দাবি দেবাঞ্জনের গাড়ি চালকের। ড্রেস কোড ঠিক না থাকায় মারধরও। অভিযোগ দেবাঞ্জনের সংস্থার কর্মীর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram