Morning Headlines: কলকাতায় ফের মাইক্রো কনটেনমেন্ট জোন, শেষ লোকালের সময় বেড়ে হল রাত ১০টা | Bangla News
রাজ্যে একদিনে ৬ হাজারেরই ওপরে সংক্রমণ। ১৩ জনের মৃত্যু। বাড়ল পজিটিভিটি রেট। উদ্বেগ বহাল কলকাতায় (Kolkata)। শুরু ১৫ ঊর্ধ্বদের টিকাকরণ।
করোনা (Corona) চিকিৎসায় আসছে নতুন প্রোটকল। বাদ পড়ছে অ্যান্টিবডি ককটেল থেরাপি-মলনুপিরাভির, ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে জানালেন চিকিৎসক অভিজিৎ চৌধুরী।
লোকাল ট্রেন (Local Train) নিয়ে যাত্রীবিক্ষোভ সামলাতে শেষ পর্যন্ত বিধি বদল। সন্ধে ৭টার পরিবর্তে রাত ১০টায় ছাড়বে শেষ লোকাল।
কলকাতায় ২৫টি এলাকায় ফিরল মাইক্রো কনটেনমেন্ট জোন (Micro Containment Zone)। হাওড়ার ৪১টি জায়গায়, রাজপুর-সোনারপুরে ১৮টি জায়গায় কড়াকড়ি।
করোনা মোকাবিলায় রাতে কড়াকড়ি। কলকাতায় নাকা চেকিং (Naka Checking)। দুই বর্ধমান, উত্তরপাড়া, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, শিলিগুড়িতে তল্লাশি। বিধি না মানায় গ্রেফতার।
এনআরএস, ন্যাশনাল মেডিক্যাল থেকে রেল হাসপাতাল। করোনার আক্রান্ত পরপর চিকিৎসক, স্বাস্থ্যকর্মী। চিত্তরঞ্জন সেবা সদনে রোগী ভর্তিতে নিয়ন্ত্রণ।
ক্রমশ বাড়ছে ওমিক্রন আতঙ্ক। আক্রান্ত সন্দেহে চিন ফেরত দেড় বছরের শিশু বেলেঘাটা আইডি-তে (Beleghata ID) ভর্তি। সন্দেহে সুইডেন, ফ্রান্স, দুবাই ফেরত আরও ৫ জন।
খেজুরিতে বোমা ফেটে তৃণমূলকর্মীর মৃত্যু, আহত আরও ২। বিজেপির (BJP) বোমাবাজিতে মৃত্যু, দাবি তৃণমূলের (TMC)। বোমা বাঁধতে বিস্ফোরণ, পাল্টা বিজেপি।
২২ তারিখেই ৪ পুরসভায় ভোট। কমিশন-সরকারের বৈঠকে সিদ্ধান্ত। দিশাহীন সিদ্ধান্ত, অভিযোগ বিজেপির। শুধুই দ্বিচারিতা, কটাক্ষ তৃণমূলের।
করোনার জন্য ৪ পুরসভার ভোটের (Municipal Election) প্রচারে কড়াকড়ি। রোড শো, পদযাত্রা, বাইক মিছিলে নিষেধাজ্ঞা। ৭২ ঘণ্টা আগে শেষ করতে প্রচার।
বিধাননগর থেকে আসানসোল-মনোনয়নে শিকেয় করোনা বিধি (COVID Restriction)। প্রশাসনিক ভবনের সামনে ভিড়ে ঠাসা মিছিল, মাস্ক-ও উধাও।
গঙ্গাসাগর মেলা স্থগিত চেয়ে হাইকোর্টে জনস্বার্থ মামলা। ৩০ লক্ষ মানুষের সমাগমে সংক্রমণ বাড়ার আশঙ্কা। চলতি সপ্তাহেই শুনানির সম্ভাবনা।
এবার রাজ্য বিজেপির সব হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়লেন শান্তনু ঠাকুর (Santanu Thakur)। ওদের কাছে নিষ্প্রয়োজন হলে, ওদেরও প্রয়োজন নেই, হুঁশিয়ারি জাহাজ প্রতিমন্ত্রীর।
বাংলার 'দুয়ারে সরকার' (Duare Sarkar) পেল জাতীয় সম্মান। সিএসআই-র অ্যাওয়ার্ড অফ এক্সিলেন্সে সম্মানিত। মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার স্বীকৃতি।
করোনার জেরে ৬ সপ্তাহের জন্য স্থগিত আইলিগ। বর্ষবরণের রাতে কোয়ারেন্টিন ভেঙে উল্লাস। মহমেডানের ৭ ফুটবলারের জরিমানা।