Morning Headlines: এবার কলকাতাতেও পেট্রোলের সেঞ্চুরি, ডাম বাড়ল ডিজেলেরও

Continues below advertisement

১। এবার কলকাতাতেও পেট্রোলের সেঞ্চুরি (Kolkata Petrol Price)। বুধবার কলকাতায় পেট্রোল (Petrol) লিটার প্রতি ১০০.২৩ টাকা। এক লিটার ডিজেলের (Diesel) দাম ৯২.৫০ টাকা।

২। দাঁড়িয়ে থাকা মালগাড়ির তলা দিয়ে পার হতে গিয়ে দুর্ঘটনা। ট্রেনে কাটা পরে বালিকার মৃত্যুতে ব্রেসব্রিজ (Bracebridge) স্টেশনে উত্তেজনা। কাউন্টার ও প্ল্যাটফর্মেও ভাঙচুর।

৩। বরাকরে (Barakar) পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু। ফাঁড়ির দুই অফিসার সাসপেন্ড। দোষীদের শাস্তির দাবিতে ৮ ঘণ্টা রাস্তা অবরোধ।

৪। বিজেপি (BJP) সদস্য হিসাবে কাজ করছে জাতীয় মানবাধিকার কমিশন (NHRC), বিধানসভায় বিস্ফোরক মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বিরোধিতা করলেই নিশানা, পাল্টা দিলীপ (Dilip Ghosh)

৫। শুভেন্দু তুষার বিতর্কের মধ্যেই সলিসিটর জেনারেলের বাড়িতে কুণাল। ফেরালেন রক্ষীরা। আগাম অনুমতি ছাড়া সাক্ষাৎ সম্ভব কি না দেখতে এসেছিলাম বলে দাবি। অকারণে রাজনীতি, পাল্টা দিলীপ।

৬। দেবাঞ্জনকাণ্ডের রেশ কাটার আগেই এবার জাল সিবিআই আইনজীবীর হদিশ। নীলবাতির গাড়ি দেখিয়ে গড়িয়াহাটে ১০ কোটি টাকার সম্পত্তি আত্মসাতের অভিযোগ। গ্রেফতার ১।

৭। রাজ্যপালের অভিনন্দন বার্তা দেখিয়ে সরকারি চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ। মেমারির হোটেল থেকে গ্রেফতার ৮। তারকেশ্বরে পাকড়াও আরও ২। ফেরার মূল চক্রী নিমতার দেবকুমার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram