Morning Headlines: আমেরিকার শিকাগোয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন হামলা, ৯জনের মৃত্যু

Continues below advertisement

আমেরিকার শিকাগোয় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন হামলা। এলোপাথাড়ি গুলিতে ৯জনের মৃত্যু, আহত ৫৭। 

শিকাগোর হাইল্যান্ড পার্কে শ্যুটআউট। একটি বহুতল থেকে গুলি চালিয়ে ফেরার আততায়ী। পরে গ্রেফতার।

নবান্নের পর এবার কালীঘাট। মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকে পড়া হাসনাবাদের হাফিজুলের পুলিশ হেফাজত। কী উদ্দেশ্যে প্রবেশ? জানতে চায় পুলিশ। 

জেড প্লাসের ঘেরাটোপ এড়িয়ে কীভাবে মুখ্যমন্ত্রীর বাড়িতে গা ঢাকা দিয়ে ৭ ঘণ্টা ধরে নজরদারি? সুরক্ষায় প্রশ্ন ওঠার পরেই বাড়ল পুলিশি কড়াকড়ি।

বিজয়ওয়াড়ায় মাঝআকাশে প্রধানমন্ত্রীর কপ্টারের কাছে হঠাৎ কালো বেলুন! ৫ কংগ্রেস কর্মী গ্রেফতার। বিঘ্নিত হয়নি সুরক্ষা, দাবি পুলিশের। 

ভোটের পর থেকে নিষ্ক্রিয়, বঙ্গ রাজনীতিতে ফের সক্রিয় হচ্ছেন মিঠুন। বিজেপি দফতরে সুকান্তর সঙ্গে বৈঠক। 

পঞ্চায়েত ভোটের আগে দলকে চাঙ্গা করতে ফের বিজেপির হাতিয়ার মহাগুরু। মিঠুনকে পরমাণু বোমা বলে ব্যাখ্যা সুকান্তর। লাভ নেই, পাল্টা তৃণমূলের। 

মুকুলের ইস্তফার পর এবার পিএসির চেয়ারম্যান রায়গঞ্জের কৃষ্ণ কল্যাণী। ফের বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া বিধায়ককে কেন? প্রশ্ন বিজেপির। 

নির্মলের পর এবার বাগদার বিধায়ক বিশ্বজিত। মমতার সঙ্গে রানি রাসমণির সঙ্গে তুলনা!

বালির তৃণমূল নেতা তপন দত্তর খুনের মামলায় এবার এফআইআর দায়ের করল সিবিআই। হাইকোর্টের নির্দেশে মামলা রুজু।

এসএসসির পরে এবার দমকলে নিয়োগেও দুর্নীতির অভিযোগ। দমকলের ফায়ার অপারেটর পদে নিয়োগে হাইকোর্টের অন্তর্বর্তী স্থগিতাদেশ। 

বাংলা চলচ্চিত্রে যুগের অবসান। প্রয়াত দাদার কীর্তি, বালিকা বধূর স্রষ্টা তরুণ মজুমদার। শেষ ইচ্ছে অনুযায়ী নিঃশব্দে এসএসকেএমে দেহদান। 

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram