Morning Headlines: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তারাপীঠ থেকে গ্রেফতার আনারুল, আগে ধরেনি কেন ? প্রশ্ন বিরোধীদের।Bangla news

Continues below advertisement

মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তারাপীঠ থেকে গ্রেফতার আনারুল। আগে ধরেনি কেন? প্রশ্ন বিরোধীদের।

পুলিশি ব্যর্থতা মেনে মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই সাসপেন্ড আইসি। কম্পালসারি ওয়েটিংয়ে এসডিপিও।

৮জনের খুনের পিছনে চক্রান্ত দেখছেন মুখ্যমন্ত্রী। গণহত্যাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, দাবি বিজেপির।

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই জেলায় জেলায় বেআইনি অস্ত্রের বিরুদ্ধে অভিযানে নামছে পুলিশ। দাগিদের ধরতে এসপি, সিপিদের ডিজির নির্দেশ।

বখরা না মেলায় তৃণমূলের লোকেরাই মেরেছে ভাদু শেখকে, বিস্ফোরক অভিযোগ বাবার।

গ্রিল কেটে ভিতরে ঢুকে জীবন্ত পুড়িয়ে ৭জনকে খুন। এবিপি আনন্দে মিহিলালের অভিযোগের সত্যতা প্রমাণ করল ময়নাদতন্তের রিপোর্ট।

রামপুরহাটকাণ্ডে এবার স্বতঃপ্রণোদিত মামলা দায়ের জাতীয় মানবাধিকার কমিশনের। হাসপাতালে আহতদের দেখে এলেন মুখ্যমন্ত্রী।

রামপুরহাটকাণ্ডে হাইকোর্টে কেস ডায়েরি পেশ। সাক্ষীদের প্রয়োজনীয় সুরক্ষা দেওয়ার দাবি রাজ্যের। খারিজ মুখ্যমন্ত্রীর সফর নিয়ে অভিযোগ। আজ হাইকোর্টের রায়।

বগটুইয়ে নিহত পিছু ৫ লক্ষ, আহতদের ৫০ হাজার টাকা আর্থিক সাহায্য দিলেন মুখ্যমন্ত্রী। বাড়ি মেরামতিতে ২ লক্ষ টাকা। স্থায়ী চাকরির আশ্বাস।

কয়লাপাচারকাণ্ডে ফের দিল্লিতে অভিষেককে ইডির সমন। ২৯ মার্চ হাজিরার নির্দেশ। বিজেপির বিরোধিতা, তাই শুধুই হেনস্থা, দাবি তৃণমূলের।

বালিগঞ্জ-আসানসোলে বিজেপির তারকা প্রচারকের তালিকায় বাদ লকেট-রূপা। সম্মতি সত্বেও বাদ। প্রতিক্রিয়া লকেটের। বিক্ষুব্ধদের নিয়ে বৈঠকের জের ? বাড়ছে জল্পনা।

কাটোয়ায় প্রতিবাদীকে পিটিয়ে খুন। অসামাজিক কাজের প্রতিবাদ করায় ১৫ সেকেন্ডের মধ্যে রড পিটিয়ে খুন। গ্রেফতার ২।

কোর্টের নির্দেশে বাড়ল নম্বর, প্রাথমিক শিক্ষক হিসেবে চাকরি পাচ্ছেন ৭৩৮জন। প্রশ্নপত্রে ভুল নিয়ে মামলা। আজ-কালের মধ্যে নিয়োগপত্র, জানাল পর্ষদ।

মারিউপোল দখলে মরিয়া রাশিয়া। লুহানস্কে রাতভর বোমাবর্ষণ। পাল্টা হামলায় প্রায় ১৫ হাজার রুশ সেনার মৃত্যুর দাবি ইউক্রেনের।

বাগানের ভোটে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় জয় শাসক গোষ্ঠীর। সচিব পদে নির্বাচিত দেবাশিস দত্ত। ২০২২-২৩ মরসুম, এএফসি কাপে কোচ থাকছেন ফেরান্দোই।

রসনার স্বাদ-সন্ধান এবার উত্তরে। খাইবার পাস এবার শিলিগুড়িতেও। আজ থেকে শুরু দাদাভাই স্পোর্টিং ক্লাবের মাঠে। চলবে রবিবার পর্যন্ত।

আজ থেকে শুরু হচ্ছে এবিপি নেটওয়ার্কের আইডিয়াস অফ ইন্ডিয়া। চলবে দু’দিন। সকাল ১০টা থেকে সরাসরি সম্প্রচার এবিপি আনন্দে।

খুন হচ্ছেন জনপ্রতিনিধি, পুড়ছে মানুষ, চলছে গুলি। আইনশৃঙ্খলা আদৌ আছে? নাকি সবটাই শুকনো বুলি? যুক্তি-তক্কো, রাত ৮।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram