Morning Headlines: খোলা বাজারের ওষুধের দোকানেও মিলতে পারে করোনার টিকা, স্বাস্থ্যমন্ত্রকে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ | Bangla News

Continues below advertisement

এবার কি খোলা বাজারে করোনার ভ্যাকসিন (Corona Vaccine)? ওষুধের দোকানেও মিলতে পারে কোভিশিল্ড, কোভ্যাকসিন, স্বাস্থ্যমন্ত্রকে বিশেষজ্ঞ কমিটির সুপারিশ।

রাজ্যে ফের ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ-মৃত্যু। দৈনিক আক্রান্ত ১১ হাজার পার। মৃত্যু বেড়ে ৩৮। শুধু কলকাতাতেই (Kolkata) ১৪জন, তারপরেই উত্তর ২৪ পরগনা।

সংক্রমণ রুখতে কলকাতা (Kolkata) থেকে ভিনরাজ্যে যাতায়াতে লাগবে নেগেটিভ রিপোর্ট। তালিকায় ওড়িশা, মণিপুর-সহ সাত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল।

ব্রিটেনে আর বাধ্যতামূলক নয় মাস্ক। ওমিক্রন আতঙ্কের মাঝেই সিদ্ধান্ত বরিস জনসনের। উঠল ওয়ার্ক ফ্রম হোম। বুস্টার ডোজে জোর।  

ডায়মন্ড মডেলের (Diamond Model) সাফল্য তুলে ফেসবুক পোস্ট অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)। চলছে সমান্তরাল সরকার, পাল্টা মালব্য। সাফল্য থেকে শিক্ষা নিন, পাল্টা তৃণমূল।

হলদিয়ায় (Haldia) এক্সাইডে শ্রমিক-বিক্ষোভ। হামলার অভিযোগ। অশান্তিতে ইন্ধনের অভিযোগে আইএনটিটিইউসি-র (INTTUC) দুই শীর্ষ নেতা সহ গ্রেফতার চার। পরে জামিন।

গ্রেফতারের পরেই তৃণমূলের (TMC) দুই শ্রমিক নেতা সাসপেন্ড। গুণ্ডামি থেকে নজর ঘোরানোর চেষ্টা, খোঁচা শুভেন্দু অধিকারীর। কটাক্ষ অধীর চৌধুরীর।

বনগাঁয় (Bongaon) নেতার গাড়িতে হামলা। এনকাউন্টারের হুমকি বিজেপি বিধায়কের।

বিজেপি বিধায়কের এনকাউন্টারের হুমকি, গ্রেফতারের দাবি অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)। কেন বলেছে দেখতে হবে, বিতর্কের মুখে বললেন শুভেন্দু।

উত্তরপ্রদেশে ভোটের আগে বড় চমক। বিজেপিতে যোগ দিলেন মুলায়মের ছোট পুত্রবধূ অপর্ণা যাদব (Aparna Yadav)। আজমগর থেকে ভোটে লড়ার ইঙ্গিত অখিলেশ যাদবের। ঝাড়খণ্ডে মাওবাদীদের অর্থ জোগানোর অভিযোগ।

সল্টলেক থেকে ব্যবসায়ীকে গ্রেফতার করল এনআইএ (NIA)। ধৃতের দুই ভাইয়ের খোঁজেও তল্লাশি।

এখনও আইসিসিইউতে লতা মঙ্গেশকর (Lata Mangeshkar)। করোনায় ১৩ দিন ধরে হাসপাতালে ভর্তি। সুস্থতার জন্য চেষ্টা করছি, প্রার্থনা করুন, জানালেন চিকিৎসক। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram