Morning Headlines : মহারাষ্ট্রের মসনদে কে? বিধায়কদের সঙ্গে নিয়ে শক্তি প্রদর্শন শিণ্ডের
Continues below advertisement
মহারাষ্ট্রের মসনদে কে? বিধায়কদের সঙ্গে নিয়ে শক্তি প্রদর্শন শিণ্ডের। গুয়াহাটি গেলেন আরও ৫ বিধায়ক। উদ্ধবের বৈঠকে মাত্র ১৩জন হাজির।
সুরাতে মধ্যস্থতাকারী হিসেবে যাওয়া বিধায়কও ‘বিদ্রোহী’! সক্রিয় বিজেপিও। শাহ-জেপি নাড্ডার সঙ্গে দেখা করতে দিল্লি গেলেন ফড়নবীশ।
অন্য দিকে ঘুরছেন বিধায়করা। তৈরি হতে পারে সঙ্কট। ২ মাস আগেই গোয়েন্দা রিপোর্ট, গুরুত্ব না দেওয়ার মাসুল গুণতে হল জোট সরকারকে।
মহারাষ্ট্রের মসনদে কে? ১২জনকে বরখাস্ত করতে ডেপুটি স্পিকারকে চিঠি শিবসেনার। পাল্টা নিজেকে পরিষদীয় নেতা দাবি করে চিঠি শিণ্ডের।
ইস্তফা নয়, বিধানসভায় শক্তি প্রমাণে তৈরি হচ্ছে এনসিপি। নেপথ্যে হাত নেই বিজেপির, দাবি অজিতের। ভিন্ন সুরে চক্রান্তের সওয়াল পাওয়ারের।
Continues below advertisement