Morning Headlines: রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা, একদিনে সংক্রমণ বৃদ্ধি ৩ হাজার! | Bangla News

Continues below advertisement

আরও বেলাগাম করোনা (Corona)। একদিনে ৩ হাজার বৃদ্ধি। দৈনিক সংক্রমণ ৯ হাজার পার। কলকাতাতেই (Kolkata) ৫ হাজার ছুঁইছুঁই। রাজ্যে একদিনে ১৬ জনের মৃত্যু।

কলকাতার সঙ্গে সংক্রমণে উদ্বেগ বাড়াচ্ছে বীরভূম, দুই ২৪ পরগনা, হাওড়া (Howrah)। গ্রামে করোনা আক্রান্তদের কাছে খাবার পৌঁছে দিতে পুলিশকে নির্দেশ।

আছড়ে পড়েছে করোনার তৃতীয় ঢেউ (Third Wave of Corona)। ভ্যাকসিনের ডবল ডোজের পরেও অনেকে আক্রান্ত হওয়ায় উদ্বিগ্ন চিকিৎসকরা।

শিকেয় করোনাবিধি (COVID Restrictions)। তুফানগঞ্জে স্কুলের অনুষ্ঠানে থিকথিকে ভিড়। বোলপুরে তৃণমূলের কম্বল বিতরণে কাতারে কাতারে হাজির।

কমিশনের নির্দেশকে থোড়াই কেয়ার। আসানসোলে ঢাক-ঢোল বাজিয়ে প্রচারে তৃণমূল প্রার্থী। বিতর্কের মুখে অতিউৎসাহীদের কাজের সাফাই।

দেশজুড়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) বরেলিতে কংগ্রেসের ম্যারাথন। হুড়োহুড়িতে অনেকে পদপিষ্ট।

মোদির (Narendra Modi) আগরতলার সভায় উপচে পড়া ভিড়। উধাও মাস্ক। কোভিড উৎপাদন কেন্দ্র ত্রিপুরা, বিপদের মুখে ফেলছেন প্রধানমন্ত্রী, কটাক্ষ তৃণমূলের।

কলকাতা মেডিক্যালে ডিন-চিকিৎসক-সহ ১৬৯জন আক্রান্ত। ন্যাশনাল মেডিক্যালে আক্রান্ত চিকিৎসক সহ ১২৫ জন। উত্তর থেকে দক্ষিণের একের পর এক হাসপাতালে বাড়ছে সংক্রমণে।

কলকাতা পুলিশে বাড়ছে করোনার সংক্রমণ। করোনা আক্রান্ত ডিসি ডিডি স্পেশাল। ৪ আইপিএস-সহ আক্রান্ত আরও ৩৭জন। সবমিলিয়ে ১২১।

নতুন কমিটি নিয়ে বিজেপির অস্বস্তি বাড়িয়ে ঠাকুরনগরে শান্তনুর বাড়িতে রুদ্ধদ্বার বৈঠকে ৪ বিধায়ক। একাধিক পদে মতুয়া প্রতিনিধিত্বের দাবি।

হঠাৎ বঙ্গ বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপ ত্যাগ শান্তনু ঠাকুরের (Shantanu Thakur)। অভ্যন্তরীণ বিষয় বলে সাফাই সুকান্ত মজুমদারের। তৃণমূলে এলে স্বাগত, মন্তব্য জ্যোতিপ্রিয় মল্লিকের।

রাজ্য বিজেপির সহ সভাপতি পদ থেকে বাদ পড়ার পর সল্টলেকে জয়প্রকাশের সঙ্গে প্রতাপের বৈঠক ঘিরে জল্পনা।  

শুক্রবার থেকে কলকাতা চলচ্চিত্র উৎসব (KIFF)! ভার্চুয়ালি উদ্বোধন। ১৬০টি সিনেমার ২০০টি শো।  

দেশে ১০ শতাংশের বেশি বাড়ল সংক্রমণ। আইসোলেশনে কেজরিওয়াল (Arvind Kejriwal)। দিল্লিতে (Delhi) সপ্তাহান্তে কারফিউ। ওমিক্রন চিহ্নিতকরণে আসছে ওমিসিওর।

অনির্দিষ্টকালের জন্য রঞ্জি ট্রফি স্থগিত ঘোষণা করল বিসিসিআই (BCCI)। দেশে করোনা সংক্রমণ বাড়তে থাকায় মঙ্গলবারের বৈঠকে সিদ্ধান্ত।

শার্দূল-গর্জনে ভারতের কামব্যাক। জো’বার্গ টেস্টে ২২৯-এ গুঁড়িয়ে গেল দক্ষিণ আফ্রিকা। একাই ৭ উইকেট নিয়ে দলকে লড়াইয়ে ফেরালেন শার্দূল ঠাকুর। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram