Morning Headlines: বঙ্গ বিজেপিতে দিল্লির হস্তক্ষেপ নিয়ে বিস্ফোরক দিলীপ ।Bangla News
বঙ্গ বিজেপিতে দিল্লির হস্তক্ষেপ নিয়ে বিস্ফোরক দিলীপ
আমার কাছে রাজ্যসভার টিকিট চান তথাগত। হয়তো না পেয়েই ক্ষোভ, বিস্ফোরক দাবি দিলীপের। ডাহা মিথ্যে কথা, পাল্টা দাবি তথাগত রায়ের।
চাণক্যদের কাঁধে নিয়ে ঘুরতেন আমাদের নেতারা। তাঁরা এখন তৃণমূলে।মুকুল-প্রশ্নে নাম না করে কৈলাস বিজয়বর্গীয়কে তীব্র আক্রমণ দিলীপের।
উনিশের পর দলে আসা নেতাদের শিকড় নেই। ভুল প্রমাণের দায়িত্ব শুভেন্দুদেরই। নজরদারির আওতায় সবাই। এবিপি আনন্দে বিস্ফোরক দিলীপ।
কমিটি নিয়ে সংঘাতে এবার রবীন্দ্রনাথের নিশানায় পার্থপ্রতীম।
রবীন্দ্রনাথের আক্রমণের মুখে নাম না করে পাল্টা জবাব পার্থপ্রতিমের।
নেতার উপর হামলার প্রতিবাদে বলতে গিয়ে বিতর্কে চুঁচুড়ার বিধায়ক। দলেই বলা উচিত ছিল, কড়া বার্তা নেতৃত্বের।
বিজেপির অস্বস্তি বাড়িয়ে তৃণমূলের আন্দোলনে যেতেও আপত্তি নেই অর্জুনের।
পাটের দাম নিয়ে আরও বিদ্রোহী অর্জুন! প্রকাশ্যে আনলেন কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রীকে লেখা চিঠি। জানতে চাইলেন সমস্যার সমাধান করতে পারবেন কিনা।
পেট্রোলের ভ্যাট নিয়ে মোদির তোপ। মুনাফা করে রাজ্যকে বঞ্চনার অভিযোগে সরব মমতা। রান্নার গ্যাসের দাম ৩০০ টাকা কমানোর দাবি।
‘৩০০ টাকা কমুক গ্যাস’
ভ্যাট নিয়ে কেন্দ্র-রাজ্য সংঘাত। একে অপরের ঘাড়ে দোষ চাপিয়ে শুধুই রাজস্ব বাড়ানোর চেষ্টা দেখছে বিরোধীরা। অকারণ রাজনীতি, দাবি বিজেপির।মূল্যবৃদ্ধির দায় কার?
ফের গোয়া তৃণমূলে ভাঙন। দল ছাড়লেন রাজ্য সভাপতি। তৃণমূল বলে কিছু ছিল না বলে দাবি। আগেই বহিষ্কার, তাই মিথ্যে অভিযোগ, পাল্টা সুখেন্দু।
দিল্লি-হিংসায় এবার বাংলা থেকে গ্রেফতার। হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে তমলুকে স্পেশাল সেলের অভিযান। গ্রেফতার ফরিদ ওরফে লিটু
তোলাবাজির বিরুদ্ধে এবার সরব মহুয়া। অভিযোগ উঠলে পুলিশ বা সাংসদের অফিসে যাওয়ার পরামর্শ। মাঝে মাঝে বিদ্রোহী, কটাক্ষ বিজেপির।
রাজ্য স্বাস্থ্য দফতরে হঠাৎ বদলি। ওএসডি করে উত্তরকন্যা পাঠানো হল অধিকর্তাকেই! শীর্ষ কর্তাদের সঙ্গে মতবিরোধের জের? বাড়ছে জল্পনা।
এখনও মেলেনি বিধায়ক-পদে শপথগ্রহণের অনুমোদন। বাবুল-বিতর্কে রাজ্যপালের ভূমিকায় ক্ষুব্ধ অধ্যক্ষ। মনে করালেন সাংবিধানিক দায়িত্ব।
রাজ্যপালে ক্ষুব্ধ অধ্যক্ষ
সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীতে ৪ নতুন মুখ। বিমান-সূর্য-রবীনদের জায়গায় এলেন জীবেশ-দেবলীনা, জিয়াউল-দেবব্রত।
দুর্নীতি রোধে কলেজে ভর্তিতে এবার কেন্দ্রীয় অনলাইন? অবশেষে মিলল নবান্নের সবুজ সঙ্কেত। কীভাবে কার্যকর? বৈঠকে বসছে উচ্চশিক্ষা দফতর।
ইউক্রেন-ফেরত বাংলার পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে কেন্দ্রকে আক্রমণে মমতা। বেশ কয়েকজনের ভর্তির ব্যবস্থা। আইনি জট তৈরির আশঙ্কা সুকান্তর।
গরমের ছুটি নিয়ে সংঘাতেও এবার জুড়ল উত্তরবঙ্গকে বঞ্চনার অভিযোগ।
দারুণ দহন থেকে আপাতত নেই মুক্তি। দু’এক জায়গায় নামমাত্র বৃষ্টিতেও নামবে না পারদ। সোমবার থেকে বাড়বে বৃষ্টির সম্ভাবনা।
নেই মুক্তি, নামমাত্র বৃষ্টি
হঠাৎ নবান্নে সৌরভ। দেখা করলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে। সিএবির স্টেডিয়ামের জমি সংক্রান্ত জট নিয়ে আলোচনা, জানালেন মমতা।
নবান্নে সৌরভ