Morning Headlines : ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬.১ Bangla News

Continues below advertisement

কলকাতার ঘুম ভাঙল ভূমিকম্পে। ভোর ৫টা ১৭ নাগাদ জোর ঝটকা। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৬ দশমিক ১। উৎসস্থল মায়ানমার সীমান্ত।

১৯ ডিসেম্বরই কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট। চালু আদর্শ আচরণবিধি। ১ ডিসেম্বর পর্যন্ত মনোনয়ন। ২১ তারিখ গণনা।

কোর্টে মামলা, তাও কীভাবে পুরভোট ঘোষণা? প্রশ্ন বিজেপির। গায়ের জোরে কাজ, দাবি কংগ্রেসের। অভিযোগ থাকলে জানান, বলল হাইকোর্ট। সোমবার শুনানি।

১৯ ডিসেম্বর কলকাতায় পুরভোট। আজই তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার সম্ভাবনা। কলকাতার ৪ বিধায়ক পুর-প্রার্থী হবেন কিনা, সিদ্ধান্ত নেবে শীর্ষ নেতৃত্ব। প্রার্থী ঘোষণা বামেদেরও।

নির্বাচনী এজেন্টকে হতে হবে সংশ্লিষ্ট বুথ এলাকার। আলিপুরে সর্বদল বৈঠকে দাবি। বুথ নয়, সংশ্লিষ্ট ওয়ার্ড থেকে হোক নির্বাচনী এজেন্ট, দাবি বাম-কংগ্রেস-বিজেপির। 

ঝুলেই রইল হাওড়ায় পুরভোটের সিদ্ধান্ত। এখনও কিছু জানায়নি রাজ্য। জানাল রাজ্য নির্বাচন কমিশন। দায়ী রাজ্যপাল, অভিযোগ তৃণমূলের। দায় সরকারের। পাল্টা বিজেপি। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram