Morning Headlines: প্রয়াত নাট্যব্যাক্তিত্ব শাঁওলি মিত্র, ইচ্ছাপত্র অনুযায়ী অনাড়ম্বরভাবে শিরিটি শ্মশানে শেষকৃত্য | Bangla News
প্রয়াত বিশিষ্ট নাট্যব্যাক্তিত্ব শাঁওলি মিত্র (Shaonli Mitra)। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন শম্ভু মিত্র ও তৃপ্তি মিত্রের কন্যা। ইচ্ছাপত্র অনুযায়ী অনাড়ম্বরভাবে শিরিটি শ্মশানে সম্পন্ন শেষকৃত্য।
বহুদিনের সহকর্মী ও সুহৃদ হিসেবে মনের মণিকোঠায় থাকবেন, শোকবার্তা মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee)। শিরদাঁড়া সোজা রাখা শিখিয়েছিলেন, প্রতিক্রিয়া অর্পিতার (Arpita Ghosh)। শোকবার্তা দিলীপ ঘোষের।
পারিবারিক ক্ষতি, বললেন রুদ্রপ্রসাদ সেনগুপ্ত। শাঁওলি মিত্রের থেকে অভিনয় শিক্ষা, প্রতিক্রিয়া দেবশঙ্কর হালদারের। যুগের অবসান, প্রতিক্রিয়া দেবেশ চট্টোপাধ্যায়ের (Debesh Chatterjee)। অতুলনীয় শিল্পী, ট্যুইট প্রসেনজিত চট্টোপাধ্যায়ের।
রাজ্যে করোনায় (Corona) দৈনিক সাড়ে ১০ হাজারের বেশি পরীক্ষা কমলেও সংক্রমিত ১৫ হাজার ছুঁইছুঁই। মৃত ৩৬। সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে কলকাতাই (Kolkata)। উদ্বেগ বাড়াচ্ছে উত্তর ২৪ পরগনা (North 24 Pargana)।
করোনার বিরুদ্ধে লড়াইয়ে টিকাকরণ (COVID Vaccination) কর্মসূচি বাড়তি শক্তি দিয়েছে, টিকাকরণ বর্ষপূর্তিতে ট্যুইট নরেন্দ্র মোদির (Narendra Modi)। শুধুই আত্মপ্রচার, খোঁচা অধীর চৌধুরী, সুজন চক্রবর্তীর। সবার দ্বিতীয় ডোজ কেন হয়নি? প্রশ্ন সৌগত রায়ের (Saugata Roy)।
সিএএ (CAA) কার্যকর নিয়ে আন্দোলনের ডাক বিজেপি বিধায়ক সুব্রত ঠাকুরের। ২০২৪ সালের আগেই সিএএ কার্যকর, আশ্বাস শমীক ভট্টাচার্যের (Samik Bhattacharya)। মানুষকে ভুল বোঝাচ্ছে বিজেপি (BJP), পাল্টা মমতাবালা ঠাকুর।