Morning Headlines: নিয়োগ নিয়ে তীব্র ভর্ত্‍‍সিত এসএসসি, প্রাপকদের বেতন বন্ধের নির্দেশ । Bangla News

Continues below advertisement

নিয়োগ নিয়ে হাইকোর্টে তীব্র ভর্ত্‍‍সিত এসএসসি। ভুয়ো চাকরি প্রাপকদের বেতন বন্ধের নির্দেশ। আজ ফের শুনানি, হলফনামা তলব। 


২০১৯-এর ৪ মে-র পর কোনও নিয়োগের সুপারিশ করা হয়নি। ২৫ জনের নিয়োগই ভুয়ো। কোর্টে জানাল এসএসসি। মেমো নন্বরে অসঙ্গতি নিয়ে প্রশ্ন আদালতের। 


সিআইএসএফকে বলব কমিশনের দখল নিতে, কেউ ফাইল নিয়ে বেরোতে পারবে না। নিয়োগ মামলায় সিবিআই-আইবি তদন্তের হুঁশিয়ারি হাইকোর্টের। 


দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে এসএসসি। নিয়োগে কেলেঙ্কারির অভিযোগে আক্রমণে বিরোধীরা। ত্রুটি থাকলে সরকার দেখবে, মন্তব্য তৃণমূলের। 


চুরি বেড়ে যাওয়ায় মুখ্যমন্ত্রীর কাছে বিধায়কের নালিশ। কয়েক ঘণ্টার মধ্যেই বীজপুরে আইসি বদলি। পাঠানো হল কাকদ্বীপে, ট্রাফিক ইন্সপেক্টর পদে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram