Morning Headlines: সরকারি নথি জাল করে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প, কসবায় ধৃত যুবক

Continues below advertisement

সরকারি নথি জাল করে ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প (Fake Vaccination Camp) কসবায়। ১০ থেকে ১২ দিন ধরে ভ্যাকসিনের (Covid Vaccine) নামে কী দেওয়া হয়েছে প্রায় দেড় হাজার মানুষকে? তা জানতে নমুনা ল্যাবে পাঠাচ্ছে পুলিশ। বাগরি মার্কেট থেকে কোভিশিল্ড (Covishield) কিনেছেন বলে দাবি করেছেন ঘটনায় ধৃত যুবক। জেনেটিক্স নিয়ে পড়াশোনা করা মেধাবী ছাত্র থেকে ভ্যাকসিন প্রতারণায় অভিযুক্ত, কেন্দ্রের আমলার পরিচয় নিয়ে নিরাপত্তার জন্য আবেদন। কি উদ্দেশ্যে এতো কিছু, খতিয়ে দেখছে পুলিশ। পুরসভার যুগ্ম কমিশনারের পরিচয় দিয়ে সরকারি লোগো লাগানো গাড়িতে চড়ে প্রতারণা করেছে ওই যুবক। কসবার ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প নিয়ে আতঙ্কে তৃণমূলের সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী (Mimi Chakraborty) থেকে স্থানীয়রা। পুলিশ সূত্রে খবর, শুধু কসবা নয় আরও অন্য জায়গায় ভুয়ো ভ্যাকসিনেশন ক্যাম্প করেছিল ধৃত যুব দেবাঞ্জন দেব (Debanjan Dev)।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram