Morning Headlines: 'এখন থেকে নিজেই দেখব সংগঠন', সংসদীয় বৈঠকে বার্তা তৃণমূল নেত্রীর। Bangla News

Continues below advertisement

এখন থেকে নিজেই দেখব সংগঠন। কারও মাধ্যমে নয়। সরাসরি জানান। সংসদীয় বৈঠকে বার্তা তৃণমূল নেত্রীর। অভিযোগ শুনতে কমিটি গঠনের নির্দেশ। 

অন্য কোথাও থেকে নয়, পার্টি অফিস থেকেই চলবে পার্টি। যেমন আগে চালাতাম। স্পষ্ট বার্তা মমতার। কল্যাণকে আক্রমণ করায় অপরূপাকে ভর্ৎসনা। 

পদ্মভূষণ প্রত্যাখ্যান বিতর্কে বিরক্ত বুদ্ধদেব। অহেতুক রাজনীতি। সরকারি চিঠি না পাওয়াতেই কিছু জানানো হয়নি বলেছেন। ঘনিষ্ঠ মহলে জানালেন স্ত্রী। 

পদ্মশ্রী বিতর্কের মধ্যেই নিউমোনিয়ায় গুরুতর অসুস্থ সন্ধ্যা মুখোপাধ্যায়। করোনা টেস্ট পজিটিভ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram