Morning Headlines: হরিণঘাটায় বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ ।Bangla News

Continues below advertisement

হরিণঘাটায় বিজেপি সাংসদের গাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অল্পের জন্য রক্ষা পাওয়ার দাবি। হরিণঘাটনা থানায় অভিযোগ দায়ের। 


বিজেপি সাংসদের উপর হামলা, প্রতিবাদে রানাঘাটে জাতীয় সড়ক অবরোধ। নেপথ্যে তৃণমূল, দাবি সুকান্তর। প্রচারে থাকার চেষ্টা, পাল্টা তৃণমূল। 

ঝালদাকাণ্ডে প্রকাশ্যে আরও অডিও ক্লিপ। ফের অভিযুক্ত আইসি। অভিযোগ পেলে ব্যবস্থার আশ্বাস এসপির।

 ১ সপ্তাহে পানিহাটিতে নিহত তৃণমূল কাউন্সিলরের পাশের ওয়ার্ডেই খুন! ২ ঘণ্টার মধ্যে গ্রেফতার ২। পুরনো শত্রুতায় হামলা বলে অনুমান। 

পানিহাটিতে তৃণমূল কাউন্সিলর খুনে অধরা মাস্টারমাইন্ড। ধৃতদের হরিণঘাটা নিয়ে গিয়ে জিয়ারুলের সঙ্গে জেরা। ধৃত ঠিকাদারের বাড়িতেও তল্লাশি। 

রিজেন্ট পার্কের পর তিলজলা। ফের কলকাতায় শ্যুটআউট! গুলি, বোমা,ধারাল অস্ত্রের কোপ। পরপর ছাদ টপকে চম্পট। 

দোলের দিন রিজেন্ট পার্কে শ্যুটআউট। ব্যবসায়ী খুনে ফলতা থেকে অভিযুক্ত গ্রেফতার। পরিচিতের বাড়ি থেকে পাকড়া। নিহতের স্কুটারও উদ্ধার। 

শ্যুটআউট নিয়ে মেয়রের মন্তব্যে তোলপাড়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েই প্রশ্ন বিরোধীদের। 

কাঁথি পুরসভার তৃণমূল কাউন্সিলরের স্বামীকে খুনের ছক! ভাইরাল অডিও ঘিরে তোলপাড়। 

কাঁথি পুরসভার অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ। বিজেপির হয়ে কাজের অভিযোগ তৃণমূল। সবেতেই ভয়, পাল্টা গেরুয়া শিবির। 

পাক সীমান্তের পর এবার ভারত-বাংলাদেশ সীমান্তেও রহস্যজনক ড্রোন। পেট্রোপোলে চাষের জমি থেকে উদ্ধার। কী উদ্দেশ্যে সীমান্তে? বাড়ছে সন্দেহ। 

ইউক্রেনে সেনা ঘাঁটি, অস্ত্র ভাণ্ডার লক্ষ্য করে রুশ বোমাবর্ষণ। অন্তত ৫০ সেনার মৃত্যু। মারিউপোল দখল রুখতে মরিয়া চেষ্টা ইউক্রেনের। 

যুদ্ধের ২৪তম দিনেও ইউক্রেনের প্রতিরোধের মুখে রাশিয়া। একের পর এক বিমান, ট্যাঙ্ক ধ্বংস। পাল্টা হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হানা ক্রেমলিনের। 

ডনেৎস্কে স্কুল, শপিং সেন্টার লক্ষ্য করে লাগাতার রুশ বোমাবর্ষণ। লিভ বিমানবন্দরের কাছে ক্ষেপণাস্ত্র হামলা। পাল্টা কিভে রুশ ট্যাঙ্ক ধ্বংস। 

বাইডেন-জিংপিন বৈঠকের পরেই সুর চড়াল আমেরিকা। রাশিয়াকে সাহায্য করলে ফল ভোগার হুঁশিয়ারি। দেখিয়ে দেব গোটা বিশ্বকে, পাল্টা হুমকি মস্কোর। 

একবছর পর করোনায় চিনে ফের মৃত্যু। তাইওয়ান, হংকং, ইউরোপেও ফের চোখ রাঙাচ্ছে কোভিড, বাড়ছে সংক্রমণ। মহারাষ্ট্র সরকারকে সতর্ক থাকতে বলল কেন্দ্র।

একদিনে রাজ্যে সংক্রমিত ৩৩, মৃত ১। সোমবার থেকে কলকাতা পুরসভার টিকাকেন্দ্রেই দ্বাদশোর্ধ্বদের করবেভ্যাক্স। আপাতত ২ সপ্তাহ কোভ্যাকসিন দেওয়া বন্ধ।

ধুবুলিয়ায় স্থানীয় ম্যাচ চলাকালীন রেলের ফুটবলারের মৃত্যু। মাঠেই হঠাৎ অসুস্থ, হৃদরোগে মৃত্যু বলে অনুমান। খেলার কথা ছিল ইস্টবেঙ্গলে।

অল-ইংল্যান্ডে লক্ষ্যর চমক! অল ইংল্যান্ড ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনালে লক্ষ্য সেন। মালয়েশিয়ার প্রতিপক্ষকে হারালেন ২১-১৩, ১২-২১. ২১-১৯ গেমে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram