Morning Headlines: হাইকোর্টে ধাক্কা পার্থর, রক্ষাকবচ খারিজের দিনেই তাঁর নির্বাচনী কেন্দ্রে তৃণমূলের মিছিল ।Bangla News

Continues below advertisement

হাইকোর্টে ধাক্কা খেলেন পার্থ। রক্ষাকবচের আবেদন খারিজ। সম্পত্তির হিসাব পেশের নির্দেশ। নিয়োগ দুর্নীতি মামলায় পক্ষ করার নির্দেশ আদালতের।


হাইকোর্টে পার্থর রক্ষাকবচ খারিজের দিনেই তাঁর নির্বাচনী কেন্দ্রে তৃণমূলের মিছিল। হোক প্রতিবাদ পোস্ট সরাতে নির্দেশ পার্থর। বার্তার পরেই প্রতিবাদ মিছিল হয়ে গেল অভিনন্দন যাত্রা ?

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থকে তলব। আগামী সপ্তাহে আসার নির্দেশ। বয়ানে কিছু অসঙ্গতি মিলেছে, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে দাবি।

শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীকে সাড়ে নয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের। নেপথ্যে প্রভাবশালী হাত ? খুঁজে বার করতে চান গোয়েন্দারা। আজ ফের তলব।

যোগ্যতম প্রার্থীর থেকে কম নম্বর পেয়েও চাকরি। পরেশ কন্যা অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের নির্দেশ হাইকোর্টের। ২ কিস্তিতে বেতন ফেরতের নির্দেশ।

নিয়োগের বিজ্ঞপ্তি চাকরিপ্রার্থীদের সঙ্গে প্রতারণা। আদালতে দাবি মামলাকারীদের। যারা চাকরি পাননি তারা চাকরি পাবেন। সওয়াল রাজ্যের। এই বিজ্ঞপ্তি আইওয়াশ, মন্তব্য হাইকোর্টের।

SSC-র নিয়োগে দুর্নীতির অভিযোগে হাজরা মোড়ে বিক্ষোভ ডিএসও-র। করুণাময়ীতে বিজেপি যুব মোর্চার বিক্ষোভ। পরেশকে গ্রেফতারির দাবিতে মেখলিগঞ্জে মিছিল সিপিএমের।

ডিএ কর্মীদের মৌলিক ও আইনত অধিকার। ৩ মাসের মধ্যে কর্মীদের বকেয়া ডিএ মেটাতে হবে। স্যাটের রায় বহাল রেখে জানাল হাইকোর্ট।

তহবিল না থাকায় উঁচু হারে ডিএ দেওয়া যাচ্ছে না। হাইকোর্টে জানায় রাজ্য। যুক্তি গ্রহণযোগ্য নয়, আর্জি খারিজ করে জানাল ডিভিশন বেঞ্চ।

গরুপাচার মামলায় সিবিআইয়ের কাছে হাজিরা দেওয়ার পর বোলপুরের বাড়িতে পৌঁছলেন অনুব্রত মণ্ডল। আমি সুস্থ, কিন্তু বিশ্রাম নিতে হবে, বললেন অনুব্রত। 

পদ দিলেও কিছু করতে পারি না। যাঁরা সংগঠনের কিছু বোঝেন না, তাঁরা বয়ান দিচ্ছেন। রাজনীতিতে কিছু চূড়ান্ত নয়। ফের জল্পনা উস্কে মন্তব্য অর্জুনের। বিজেপিতেই আছেন, দাবি শমীকের।

কালনা কলেজে ধুন্ধুমার। বাঁশ-লাঠি নিয়ে সংঘর্ষ। বহিরাগতদের নিয়ে হামলা তৃণমূল বিধায়কের, অভিযোগ টিএমসিপির। তৃণমূল বিধায়ককে গো ব্যাক স্লোগান।

অনলাইনে পরীক্ষার দাবিতে আসানসোল বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিক্ষোভ। আটক কর্মীদের উদ্ধার পুলিশের। আন্দোলন ভেস্তে দিতে পাল্টা মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে।

বর্ধমানের খাগড়াগড়ে জাল নোট তৈরির কারখানার হদিশ। ধৃত তিনজনের পুলিশি হেফাজতের নির্দেশ। এনআইএ তদন্তের দাবি বিজেপির। পুলিশের সাফল্য, পাল্টা তৃণমূল।

বাংলাদেশের ভোটার লিস্টে নাম, ভারতীয় দাবি করতে পারেন না। বনগাঁ দক্ষিণ বিধানসভার তৃণমূল প্রার্থীর ইলেকশন পিটিশন খারিজ করে জানাল হাইকোর্ট। সঠিক রায় নয়, পাল্টা আলোরানি সরকার।

রেলমন্ত্রী থাকাকালীন জমির বদলে চাকরি দেওয়ার অভিযোগ। পাটনায় লালু যাদবের বাড়িতে সিবিআই। রাবড়ি দেবীকে জিজ্ঞাসাবাদ। আরও ১৭টি ঠিকানায় তল্লাশি। তীব্র ক্ষোভ আরজেডির।

পার্কিং বিবাদে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ। সুপ্রিম কোর্টের ১ বছরের কারাদণ্ডের নির্দেশের পর পাতিয়ালা কোর্টে আত্মসমর্পণ কংগ্রেস নেতা নভজ্যোত সিংহ সিধুর।

কাশীর জ্ঞানবাপী মসজিদ মামলা বারাণসীর জেলা আদালতে পাঠাল সুপ্রিম কোর্ট। মামলা শুনবেন জেলা বিচারক। ২১ জুলাই সুপ্রিম কোর্টে ফের শুনানি।

৫ থেকে এক লাফে ৬। এক টাকা করে বাড়ল ডিমের দাম। গরমে জোগানের ঘাটতির ফলেই বাড়ছে দাম, দাবি বিক্রেতাদের। দুর্ভোগে সাধারণ মানুষ।

এবিপি আনন্দ-র মার্চেনডাইস সম্ভার- ক্লিক করুন

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram