Morning Headlines: রাজ্যে একদিনে করোনা আক্রান্ত কমে ১৯ হাজার ২৮৬, মৃত ১৬ । Bangla News

Continues below advertisement

রাজ্যে একদিনে করোনা (Corona) আক্রান্ত কমে ১৯ হাজার ২৮৬, ১৬জনের মৃত্যু। শুধু কলকাতাতেই (Kolkata) প্রায় ৬ হাজার। উদ্বেগ বহাল উঃ ২৪ পরগনা। 

রাজ্যে রবিবারের চেয়ে ২০ হাজার কমল টেস্ট। পজিটিভিটি রেট বেড়ে ৩৭ শতাংশের বেশি। দ্রুত চিহ্নিতকরণে র‍্যাপিড টেস্টের (Rapid Test) পরামর্শ কেন্দ্রের। 

রাজ্যেও হোম আইসোলেনশনের (Home Isolation) নিয়ম বদল। পজিটিভ হওয়ার পর ৭ দিন আইসোলেশন। প্রয়োজনে রাত ১০টা পর্যন্ত ভ্যাকসিনেশন, জানাল কেন্দ্র। 

সুপার স্প্রেডার হবে গঙ্গাসাগর (Gangasagar Mela)। মেলা নিয়ে রায় পুনর্বিবেচনার মামলা। রাজ্যের পদক্ষেপে ভরসা করে মেলা বন্ধ হয়নি। রায়দান স্থগিত রেখে মন্তব্য হাইকোর্টের।

গঙ্গাসাগর-নজরদারিতে কেন শুভেন্দু (Suvendu Adhikari)? হাইকোর্টের (Calcutta High Court) রায় পুনর্বিবেচনার আবেদন রাজ্যের। কমিটিতে চিকিৎসকদের নামের প্রস্তাব মামলাকারীদের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram