শিরোনাম: মালদায় নৃশংস হত্যাকাণ্ড, একই পরিবারের ৪ জনকে খুনের অভিযোগ গ্রেফতার ছোট ছেলে

ভোপালের উদয়নকাণ্ডের ছায়া এবার বাংলায়। মালদার কালিয়াচকে মা, বাবা, বোন, ঠাকুমাকে খুন করে বাড়ি লাগোয়া গুদামঘরে পুঁতে রাখার অভিযোগ। গ্রেফতার ছোট ছেলে। আটক বড় ছেলে। 

বকেয়া বিল। করোনা মুক্ত হওয়ার পরও দমদমের গৃহবধূকে আটকে রাখার অভিযোগ ডিসান হাসপাতালের বিরুদ্ধে। আনন্দপুর থানায় অভিযোগ। বিল মুকুবের আবেদন করেনি পরিবার। দাবি হাসপাতালের। 

সারদাকাণ্ডে সিবিআইয়ের (CBI) আরসিসিক্স (RC6) মামলায় জামিন দেবযানী মুখোপাধ্যায়ের। মঞ্জুর করল হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ভিন রাজ্যের মামলায় জামিন না মেলায় জেলেই থাকতে হবে দেবযানীকে। 

৯১ বছরে দৌড় থামল মিলখা সিংহের। চণ্ডীগড়ে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য। শোকবার্তা সচিন, সৌরভ, শাহরুখ, অমিতাভ, ফারহানের। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola