Morning Headlines: বারাণসীর দশাশ্বমেধ ঘাটে বিজেপির বিক্ষোভের মুখে মমতা । Bangla News

Continues below advertisement

বারাণসীর দশাশ্বমেধ ঘাটে গিয়ে বিজেপির বিক্ষোভের মুখে মমতা  (Mamata Banerjee)। ছোড়া হল কালো পতাকা। স্থানীয় থানায় এফআইআর রাজ্য সরকারের।

জেড প্লাস সুরক্ষা সত্বেও বাংলার মুখ্যমন্ত্রীর গাড়ি আটকে কীভাবে বিক্ষোভ? কেন ছিল না যথেষ্ট নিরাপত্তা? উত্তরপ্রদেশ পুলিশ প্রশাসনের ভূমিকায় উঠছে প্রশ্ন। 

বারাণসীতে মমতাকে হেনস্থার প্রতিবাদে আজ রাজ্য জুড়ে বিক্ষোভ দেখাবে তৃণমূলে (TMC)। কলেজে কলেজে প্রতিবাদ জানাবে টিএমসিপি। বাংলায় যা করেছেন, তারই ফল, পাল্টা বিজেপি (BJP)।

১০৮টি পুরসভায় তৃণমূল একাই ১০২। অধিকারী-হীন কাঁথি। বহরমপুর হারাল কংগ্রেস। এই প্রথম জয়নগরও জোড়াফুল। 

১০৮টি পুরসভার ভোটে ২ নম্বরে নির্দল। বাম দখলেই তাহেরপুর। দল গঠনের ৫ মাসেই দার্জিলিঙ পুরসভা হামরো পার্টির। ৪ পুরসভা ত্রিশঙ্কু।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram