Morning Headlines: মোদির মুখে মা কালীর স্তুতি, কালীঘাটে কোনও দিন যাননি, হঠাৎ কেন এত আবেগ ? কটাক্ষ সৌগতর
বাড়ি ফিরল অমরনাথ-বিপর্যয়ে মৃত বর্ষা মুহুরির কফিনবন্দি দেহ। হুইল চেয়ারে ফিরলেন মা। ভোরেই শেষকৃত্য। বারুইপুরে শোকের ছায়া।
অমরনাথে মেঘভাঙা বৃষ্টি বিপর্যয়ের ভয়াবহতার ছবি এবিপি আনন্দর হাতে। দ্রুতগতিতে চলছে উদ্ধারকাজ।
মহুয়ার মন্তব্যে বিতর্কের মধ্যেই স্বামী আত্মস্থানন্দর জন্মশতবর্ষের অনুষ্ঠানে মোদির মুখে মা কালীর স্তুতি। কালীঘাটে কোনও দিন যাননি, হঠাৎ কেন এত আবেগ ? কটাক্ষ সৌগতর।
রাজ্যে এসে কালী-বিতর্কে আসরে স্মৃতি ইরানি। কেন বরখাস্ত নয় তৃণমূল সাংসদ? মালব্যর সুরেই প্রশ্ন কেন্দ্রীয় মন্ত্রীর। প্রভুদের বলুন জেনে মন্তব্য করতে, মালব্যকে জবাব মহুয়ার।
আজ ইস্ট ওয়েস্ট মেট্টোর শিয়ালদা স্টেশনের উদ্বোধন। যাবে সেক্টর ফাইভ পর্যন্ত। সকাল ৭টা থেকে রাত সাড়ে নটা মিলবে পরিষেবা। বাড়বে যাত্রী সংখ্যা, আশা মেট্রো রেলের।
শিয়ালদা মেট্রোর উদ্বোধন করবেন স্মৃতি ইরানি। শেষ মুহূর্তে আমন্ত্রণ মুখ্যমন্ত্রী, মেয়রকে। মমতার উত্তরবঙ্গ সফরের দিনেই কেন উদ্বোধন? প্রশ্ন তৃণমূলের। বিরোধী- নিয়ে তো চলতে পারে না শাসক দল, পাল্টা শমীক।
জনরোষে অগ্নিগর্ভ শ্রীলঙ্কা, দফায় দফায় পুলিশ-জনতা সংঘর্ষ। আহত ১১ জন সাংবাদিক সহ ১০৩ জন। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গুলি, লাঠিচার্জ পুলিশের।
অগ্নিগর্ভ দ্বীপরাষ্ট্র, পলাতক শ্রীলঙ্কার রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। বিক্ষোভকারীদের দখলে প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতির বাসভবন। কেউ করছেন রান্না, কেউ করছেন জিমে কসরত।
চরম অর্থনৈতিক সঙ্কটেও শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ভবনে লক্ষ লক্ষ টাকার হদিশ। এক লিটার পেট্রোল ৪৬০ টাকা। ১৩ জুলাই পদত্যাগ করবেন রাষ্ট্রপতি গোতাবায়া, দাবি শ্রীলঙ্কার স্পিকারের।
শ্রীলঙ্কায় আরও ৩ মন্ত্রীর পদত্যাগ। ভারত সরকারকে সাহায্যের হাত বাড়াতে আর্জি সনিয়ার। প্রতিবেশীর পাশে দাঁড়ানো ভারতের প্রধান কর্তব্য, বিবৃতি বিদেশমন্ত্রকের।
রাজ্যে লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। একদিনে আক্রান্ত ৩ হাজার ছুঁইছুই, মৃত বেড়ে ৪। দেশে দৈনিক করোনা সংক্রমণ ১৮ হাজারের উপরেই।
উইম্বলডন ফাইনালে বাজিমাত নোভাক জোকোভিচের। কিরিয়সকে হারিয়ে ২১ তম গ্র্যান্ড স্ল্যাম জয়। সপ্তমবার উইম্বলডন খেতাব জয় জোকারের।