শিরোনাম: শহরতলির পর জেলাতেও লোকাল ট্রেন চালুর উদ্যোগ, BJP-র বিজয়া সম্মিলীতে Baisakhi Banerjee-কে না ডাকায় ক্ষুব্ধ Sovan Chatterjee

Continues below advertisement
শহরতলির পর জেলাতেই লোকাল চালুতে তৎপরতা। আন্তঃজেলা পরিষেবা চালু করতে রেলকে চিঠি পরিবহন  সচিবের। বীরভূমের বিভিন্ন স্টেশনে কংগ্রেসের বিক্ষোভ। রাতে বৈঠক, তাল কাটল সকালের ফোনে। BJP-র বিজয়া সম্মিলনীতে Baisakhi Banerjee-কে না ডাকায় ক্ষুব্ধ Sovan Chatterjee। অনুষ্ঠান বয়কয়। ভুল বোঝাবুঝি হয়েছে। ড্যামেজ কন্ট্রোলে Sayantan Basu। Sougata Roy ক্যামেরা সরিয়ে নিলে নাম লিখিয়ে নেবে। দল বদলের জল্পনা উস্কে বিস্ফোরক Arjun Singh। খারিজ Saugata-র। Suvendu-কে নিয়ে জল্পনার মধ্যেই ফের কলকাতায় 'আমরা দাদার অনুগামী'-তে ব্যানার। BJP-তে বিধায়কদের ফোন। সুবিধেভোগী বলে আক্রমণে Kalyan Banerjee। সঙ্গে দেখুন আরও খবর।
Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram