TET Scam : প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে এবার সিবিআইয়ের সিট, ঘটনাবহুল হতে চলেছে আগামী দিন, দাবি সিবিআইয়ের
প্রাথমিক শিক্ষক নিয়োগে দুর্নীতির তদন্তে এবার সিবিআইয়ের সিট। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বদলি করা যাবে না সিটের সদস্যদের, নির্দেশ হাইকোর্টের।
চাই না এই তদন্তও সারদার মতো হোক। সিবিআইয়ের ভূমিকায় ফের আশাহত বিচারপতি। ঘটনাবহুল হতে চলেছে আগামী দিন, দাবি সিবিআইয়ের।
চন্দন মণ্ডলই আসলে রঞ্জন। ধরা হোক কেন্দ্রবিন্দুকে থাকা মাকড়সাকে। হাইকোর্টে আর্জি উপেনের। পুলিশের কাছে কেন যাননি? প্রশ্ন বিচারপতির।
আপার প্রাইমারিতে দ্রুত নিয়োগের দাবিতে আন্দোলন। চাকরি প্রার্থীদের একাংশকে শহিদ মিনারে মাতঙ্গিনী মূর্তির পাদদেশে অবস্থানে বসার অনুমতি।
নারাজ পাওয়ার, রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হিসেবে ফারুক আবদুল্লা কিংবা গোপালকৃষ্ণ গাঁধীর নাম প্রস্তাব মমতার।
রাষ্ট্রপতি ভোট নিয়ে বিরোধী ঐক্যে শান। মমতার ডাকা বৈঠকে বাম-কংগ্রেস-সহ ১৭টি দল। এলেন দেবেগৌড়া, পাওয়ার, খাড়গে। এল না আপ-সহ ৬টি দল।
রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠকের মধ্যেই বিরোধী-সমর্থন চেয়ে রাজনাথের ফোন। বিজেপির দেওয়া প্রার্থী দেখে সিদ্ধান্ত, জানিয়ে দিলেন তৃণমূলনেত্রী। ।
আর্থিক দুর্নীতির অভিযোগে টানা ৩দিন রাহুলকে ইডির জিজ্ঞাসাবাদ। ৩দিনে ৩০ ঘণ্টারও বেশি সময় ধরে দফায় দফায় প্রশ্ন। শুক্রবার ফের তলব।