Morning Headlines: তৃণমূল নেতারা খুনি বলেছে, তবে তাঁরাই স্বাগত জানালেন, মন্তব্য অর্জুন সিংহের ।Bangla News

Continues below advertisement

তৃণমূলের যে নেতারা বারবার কিলার বলে আক্রমণ করলেন স্বাগত জানালেন তারাই। সবটাই সমঝোতা, দাবি অর্জুনের। 

বিশ্বাস করেনি বিজেপি। তৃণমূলে প্রত্যাবর্তনের পর ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে বিস্ফোরক অর্জুন। 

বিজেপি-ত্যাগের পর ইস্তফা দেবেন সাংসদ পদে? নাম না করে অধিকারী পরিবারের উদাহরণ টানলেন অর্জুন।

তৃণমূলে ফেরার পরেই টিটাগড়ে অর্জুনকে নিয়ে প্রথম বৈঠকে তৃণমূল। 

বিজেপি ছেড়ে তৃণমূলে অর্জুন। বিস্ফোরক সৌগত। 

অর্জুন-ধাক্কা সামলাতে আপাতত শুভেন্দুকেই ব্যারাকপুরের দায়িত্ব দিল বিজেপি। ৩০ মে শ্যামনগরে অভিষেকের সভার আগে ২৫ মে বৈঠক। 

পুরনো নেতাদের পিছনের সারিতে পাঠানোর পরিণাম, অর্জুনের বিজেপি-ত্যাগ নিয়ে বলছেন দিলীপ। আত্মসমীক্ষা চান অনুপম হাজরা। 

নিরপেক্ষভাবে কাজ করতে এজেন্সির স্বশাসন চান মমতা। 

সিবিআই, ইডির মতো সংস্থার স্বায়ত্তশাসন চান মমতা। কোর্টে ধাক্কা খেয়ে নজর ঘোরানোর চেষ্টা, খোঁচা বিজেপির। সব গটআপ, পাল্টা সিপিএম।

চাকরির দাবিতে নার্সদের বিক্ষোভে সল্টলেকে ধুন্ধুমার। ৬ হাজার খালি পদে কেন মাত্র ২ হাজার নিয়োগ? প্রশ্ন তুলে অবস্থান। দীর্ঘক্ষণ অবরুদ্ধ রাস্তা। 

এসএসসি-কেলেঙ্কারিতে পরেশ-কন্যা অঙ্কিতাকে চাকরি থেকে বরখাস্তের প্রস্তুতি শুরু। ডিআই অফিস থেকে হাইকোর্টের কপি গেল কোচবিহারের স্কুলে। 

বাইরে থেকে এসএসসির সার্ভার রুমের অ্যাকসেসের আশঙ্কা, নেট সংযোগ বিচ্ছিন্ন করল সিবিআই। তলব পেয়ে রাজভবন গেলেন শিক্ষামন্ত্রী।

এসএসসি-কেলেঙ্কারির মধ্যেই রাজ্য পুলিশের কনস্টেবল পদে পরীক্ষায় শতাধিক ভুয়ো পরীক্ষার্থী। ধৃতদের মধ্যে বিএসএফ-আইটিবিপির কর্মী!

২৫ হাজার টাকায় রফা। বিহারে বসেই বদলানো হয়েছিল অ্যাডমিট কার্ডের ছবি। পুলিশের পরীক্ষায় জাল চক্রের পর্দাফাঁস। শতাধিক গ্রেফতার। 

ভোট পরবর্তী হিংসা মামলায় ফের অনুব্রতকে সিবিআই তলব। আসতে বলা হল নিজাম প্যালেসে। শুক্রবার গরু পাচার মামলায় হাজিরার নোটিস। 

কেন্দ্রের শুল্ক ছাড়ের পরে পেট্রোল-ডিজেলের দাম কমলেও, রাজ্যের ভ্যাটে নতুন ছাড় নয়। নির্মলার উল্টো সুরে রাজস্ব ক্ষতির পাল্টা দাবি মমতার।

ফের পৃথক জঙ্গলমহল রাজ্যের দাবিতে সরব সৌমিত্র। বঞ্চনার অভিযোগে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি।

উত্তরবঙ্গের পর জঙ্গলমহল। ফের বিজেপি থেকে পৃথক রাজ্যের দাবি। শুধুই বিভাজনের রাজনীতি, খোঁচা বিরোধীদের। 

ঝড়ের মধ্যে রোয়িং, রবীন্দ্র সরোবরে মৃত্যু। সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত স্কুলের টুর্নামেন্ট নয়, জানালেন ফিরহাদ। ক্লাবের সঙ্গে পুলিশ-কেএমডিএ বৈঠকের নির্দেশ। 

কোয়াড বৈঠকে যোগ দিতে জাপান সফরে প্রধানমন্ত্রী। দ্বিপাক্ষিক বৈঠক হবে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে।

আজ ইডেনে আইপিএলের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি গুজরাত-রাজস্থান। শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখলেন সৌরভ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram