Morning Headlines: আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক, সংগঠনে রদবদল? Bangla News

Continues below advertisement

আজ তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক। সংগঠনে রদবদলের জল্পনা। 
। সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পাশাপাশি তৈরি হতে পারে কার্যনির্বাহী সভাপতির পদ। 

যোধপুর পার্ক উৎসবের নাম করে ক্যাফেতে তোলাবাজি। না দিয়ে থানায় যাওয়ায় ধাওয়া করারও অভিযোগ। 

তোলাবাজির অভিযোগ উঠতেই বন্ধ যোধপুর পার্ক উৎসব। তৃণমূল নেতা-সহ ৫ অভিযুক্ত গ্রেফতার। দোষ করলে রেয়াত নয়, আশ্বাস তৃণমূলের।

ডায়মন্ড হারবারের মডেলে এবার কলকাতায় ‘এবি’ সম্প্রীতি কাপ। 
কলকাতা জুড়ে মমতার সঙ্গে অভিষেকের ছবি দিয়ে হোর্ডিং।

হুঁশিয়ারির পরেই তৎপরতা। ৭ জেলায় ২ দিনে ৪৪জন বিক্ষুব্ধ নির্দলকে তৃণমূল থেকে বহিষ্কার। পিছু হটছেন উঃ ২৪ পরগনার ২৮ বিদ্রোহীও।

কেন্দ্রীয় বাহিনী নয়, রাজ্য পুলিশ দিয়েই হতে চলেছে ১০৮টি পুরসভার ভোট। কোথায় কত পুলিশ? বৈঠকের পরে কমিশনকে রিপোর্ট প্রশাসনের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram