Morning Headlines: আজ ৭৭ তম স্বাধীনতা দিবস, তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে গোটা দেশ

রণক্ষেত্র নদিয়ায় নাকাশিপাড়া। কংগ্রেস কর্মীর বাড়িতে ঢুকে এলোপাথাড়ি ছররা গুলি, বোমা! শিশু, মহিলা-সহ অন্তত ১৫জন আহত বলে দাবি। ভোটে হারায় হামলার অভিযোগ। 

সিনিয়রদের কথা না শুনলেই বারান্দার রেলিং দিয়ে হাঁটানো হত জুনিয়রদের? তখনই কী পড়ে মৃত্যু? হস্টেলের রাঁধুনির হাড়হিমকরা বয়ানে তোলপাড়। 

ঠিক কী হয়েছিল সেই রাতে? কীভাবে মৃত্যু ছাত্রের? হস্টেলে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ পুলিশের। র্যাগিং-ভিডিও উদ্ধারে ফরেন্সিক ল্যাবে গেল ধৃতদের ফোন। 

চিঠি লিখেছিলেন ধৃত দীপশেখর, মৃত্যুর আগে সই করানো হয়েছিল নির্যাতিত ছাত্র দিয়ে। চিঠি-রহস্যে দাবি অভিযুক্তের মা। সঙ্গী ছিল কারা? জানতে চায় পুলিশ। 

কী লুকোতে ৯ তারিখ হস্টেলের গেট বন্ধ করে ঢুকতে দেওয়া হয়নি পুলিশকে? নেপথ্যে কারা? আলাদা করে এবার এফআইআর দায়ের। 

আজ ৭৭ তম স্বাধীনতা দিবস। তেরঙ্গা পতাকায় সেজে উঠেছে গোটা দেশ। স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দিল্লি-সহ বেশ কয়েকটি জায়গায় নিরাপত্তা আঁটোসাঁটো করা হয়েছে। রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে শ্রদ্ধাজ্ঞাপনের পর লালকেল্লায় গিয়ে পতাকা উত্তোলন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপস্থিত থাকবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। লালকেল্লায় প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হবে। এরপর ২১ বার তোপধ্বনি ও পতাকা উত্তোলন করা হবে। স্বাধীনতা দিবসের ৭৬ বছর পূর্তিতে দেশবাসীকে সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী।

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola