Morning Headlines: গভীর নিম্নচাপে পরিণত হয়ে পুরী পেরিয়ে উত্তর-পূর্বের দিকে জওয়াদ, কলকাতায় রাতভর বৃষ্টি। Bangla News
Continues below advertisement
গভীর নিম্নচাপে (Depression) পরিণত হয়ে পুরী পেরিয়ে উত্তর-পূর্বের দিকে জওয়াদ (Cyclone Jawad)। শক্তিক্ষয় করে বাংলার উপকূলে। রাতভর বৃষ্টি কলকাতায় (Kolkata)।
কলকাতা, হাওড়া, দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রাম, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানে ভারী বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার পরিস্থিতির উন্নতি।
জওয়াদের (Cyclone Jawad) সঙ্গে অমাবস্যার কটাল। সাগরে প্রবল জলোচ্ছ্বাস, প্লাবিত গ্রাম। দিঘায় অশান্ত সমুদ্র, পর্যটকশূন্য মন্দিরমণি-বকখালি-উদয়পুর-তাজপুর। মৎস্যজীবীদের সমুদ্রে নামায় নিষেধাজ্ঞা।
কলকাতায় বাড়ছে বৃষ্টির পরিমাণ। আবহাওয়া দফতর থেকে পুরসভায় ফোন। বিবেকানন্দ রোডে উপড়ে গেল গাছ। খোলা বিদ্যুৎ দফতরের কন্ট্রোল রুম। জল জমার সম্ভাবনা নেই, দাবি ফিরহাদের (Firhad Hakim)।
Continues below advertisement
Tags :
Imd India Meteorological Department Morning Headlines Cyclone Alert Cyclone Jawad Cyclone Jawad Landfall Cyclone Jawad Imd Cyclone In Odisha 2021 Cyclone Jawad Named By Cyclone Jawad Latest News Cyclone Jawad In Odisha Cyclone Jawad Latest Update Cyclone Jawad Alert Cyclone Jawad News Tropical Cyclone Jawad Cyclone Jawad Update Cyclone Jawad In West Bengal Jawad Cyclone Landfall Jawad Cyclone IMD Weather Forecasting Department