Morning Headlines: আতঙ্কের অবসান, দিনের শেষে মৈপীঠে ধরা পড়ল বাঘ। Bangla

Continues below advertisement

দিনভর আতঙ্কের পর মৈপীঠে ধরা পড়ল বাঘ। ছাগলের টোপেই ধানখেত থেকে খাঁচাবন্দি। শারীরিক পরীক্ষার পরে আজ ছাড়া হতে পারে জঙ্গলে। 

মৈপীঠে বাঘ বন্দি হলেও, ভালুকের ভয়ে কাঁপছে জলপাইগুড়ি। তিস্তা উদ্যানে পায়ের ছাপ, মাটিতে মিলল রক্তের দাগ। খাঁচা নিয়ে অভিযান বন দফতর। 

১৪জনের মৃত্যুতে থমথমে নাগাল্যান্ড (Nagaland)। এখনও মনের আনাচে কানাচে ছড়িয়ে বিভৎসতা। আজ অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করবে তৃণমূলের প্রতিনিধিদল। 

নাগাল্যান্ডের প্রসঙ্গ টেনে ফের বিএসএফের (BSF) এক্তিয়ার বৃদ্ধিতে প্রশ্ন মমতার (Mamata Banerjee)। 

 ২৩ হাজার পুলিশ দিয়ে পুরভোট হবে কলকাতায় (Kolkata)। ২৫ শতাংশ বুথে ভিডিওগ্রাফি, জানাল কমিশন (State Election Commission)। প্রতি বুথে থাকবে ২জন করে সশস্ত্র পুলিশ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram