করোনা আবহে রাজ্যের বেসরকারি হাসপাতাল থেকে ১৮৫ নার্সকে ফেরাল মণিপুর, আরও খবর দেখুন 'হেডলাইনস'-এ
করোনা আবহে নতুন সঙ্কটে রাজ্যের স্বাস্থ্য পরিষেবা। বেসরকারি হাসপাতাল থেকে একসঙ্গে ১৮৫ নার্সকে ফেরাল মণিপুর। বাংলা ছাড়তে চলেছেন উত্তর পূর্ব, ওড়িশার নার্সরা। করোনার মধ্যেই ভিন রাজ্যের নার্সদের গণইস্তফা। মণিপুর সরকারের ভূমিকায় ক্ষুব্ধ রাজ্যের বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ। রাজ্য-কেন্দ্রের হস্তক্ষেপ দাবি। , আরও খবর দেখুন 'হেডলাইনস'-এ