Mumbai Attack : অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে প্রাণ গেল ২৬/১১-এর মুম্বই হামলার মাস্টারমাইন্ডের
ABP Ananda Live: ২৬/১১-এর মুম্বই হামলার মাস্টারমাইন্ড-ঘনিষ্ঠ জঙ্গি আবু কতালের মৃত্যু। জম্মু ও কাশ্মীরে একাধিক হামলার মাস্টারমাইন্ড আবু কতাল। লস্কর ই তৈবার মোস্ট ওয়ান্টেড জঙ্গি আবু কতালকে হত্যা করল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা। পাকিস্তানের ঝিলমে এই হত্যাকাণ্ড ঘটে। ২৬/১১ কাণ্ডের মাস্টারমাইন্ড হাফিজ সইদের ঘনিষ্ঠ সহকারী ছিল আবু কতাল। দীর্ঘদিন ধরে ফেরার ছিল এই লস্কর জঙ্গি।
কোচবিহারের দিনহাটায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ১৮টি দোকান
কোচবিহারের দিনহাটায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ১৮টি দোকান। ভোর সাড়ে ৪টে নাগাদ চওড়াহাটে আগুন লাগে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় একের পর এক দোকান। দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভস্মীভূত হয়ে যায় ১৮টি দোকান। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সকালে ঘটনাস্থলে যায় দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও দিনহাটা পুরসভার চেয়ারম্যান।