Prayagraj: পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি, ঘটনাস্থলেই মৃত্যু আতিক আহমেদের | ABP Ananda LIVE

Continues below advertisement

Prayagraj: ছেলে আসাদের এনকাউন্টারের পর এবার গ্যাংস্টার আতিকেরও মৃত্যু। প্রয়াগরাজে মেডিক্যাল করাতে আনার সময় আতিক আহমেদের উপর হামলা। পুলিশ হেফাজতে থাকাকালীনই আতিককে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়। গুলি করা হয়ে আতিকের ভাই আশরফকেও। মৃত্যু নিশ্চিত করতে আতিক ও আশরফের উপর গুলিবৃষ্টি আততায়ীদের। ঘটনাস্থলেই মৃত্যু গ্যাংস্টার তথা প্রাক্তন সাংসদ আতিক আহমেদ ও তাঁর ভাই আশরফের। সাংবাদিক সেজে হামলা করা হয়েছে বলে দাবি পুলিশের। খুনের পরই আত্মসমর্পণ ৩ দুষ্কৃতীর, আতিক ও আশরফ খুনের পর প্রয়াগরাজ জুড়ে ১৪৪ ধারা জারি। ১৭ পুলিশ কর্মীকে সাসপেন্ড করেছে যোগী-প্রশাসন।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram