'অডিও টেপ' ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি, চটজলদি দেখে নিন গুরুত্বপূর্ণ খবরগুলি
তমলুকের বিজেপি নেতাকে প্রলয় পালকে ফোন করে ভোটে সাহায্য করার অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee), অভিযোগ বিজেপির (BJP)। কথোপকথনের অডিও ক্লিপ ভাইরাল হয়েছে বলে দাবি। এর পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রলয়বাবু বলেন, ‘সিপিএমের চরম অত্যাচারের দিনেও অধিকারী পরিবার আমাদের পাশে ছিল। তাদের সঙ্গে বেইমানি করতে পারবো না। আমি বিজেপিতে যোগদান করলেও তাদের বিরুদ্ধে কোনও কথা বলিনি। আমরা বিজেপি করি দেশের জন্য প্রাণ দিতে প্রস্তুত’। বিজেপির টেপ প্রকাশের পরেই আসরে নেমে পৃথক অডিও টেপ প্রকাশ করল তৃণমূল। প্রথম দফার ভোটের মধ্যেই খড়গপুর গ্রামীণে তৃণমূল প্রার্থীকে ঘিরে বিক্ষোভ। মেদিনীপুরে বুথ জ্যামের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। সাধারণ মানুষের সঙ্গেই প্রথম দফার নির্বাচনে ভোট দিলেন একাধিক হেভিওয়েট। ওড়াকান্দিতে মতুয়া মন্দিরে নরেন্দ্র মোদি (Narendra Modi)। লকেট চট্টোপাধ্যায়কে লক্ষ্য করে বিষাক্ত রং ছোড়ার অভিযোগ।