নজরে চটজলদি: করোনা আবহে পিছিয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা-জয়েন্ট এন্ট্রান্স মেইন, আরও অন্য খবর
চিনের সঙ্গে সংঘাতের আবহেই আচমকা লাদাখ সফর প্রধানমন্ত্রীর। সরাসরি কথা বলেন জওয়ানদের সঙ্গে। প্রধানমন্ত্রীর বক্তব্যের চিনের জবাব। শ্রীনগরে নিহত এক সিআরপিএফ জওয়ান। একদিনে দেশে করোনা আক্রান্ত প্রায় ২১ হাজার। একদিনে রাজ্যে করোনা আক্রান্ত ৬৬৯। করোনা আক্রান্ত বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। হাওড়ায় ব্যাঙ্কে করোনা সংক্রমণ, আপাতত বন্ধ ব্যাঙ্ক। ‘ভারত বায়োটেক’-কে করোনার ভ্যাকসিন কোভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিল আইসিএমআর। করোনার জেরে পিছিয়ে গেল সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা, পিছিয়ে গেল জয়েন্ট এন্ট্রান্স মেইন।
Tags :
Najare 9 Taa ABP News Live Bengali ICMR ABP Ananda LIVE Corona Locket Chatterjee Corruption Abp Ananda Narendra Modi TMC