Nandigram: নন্দীগ্রামে জমি আন্দোলন-মামলায় নতুন মোড়, শেখ সুফিয়ানকে গ্রেফতারির সম্ভাবনা

Continues below advertisement

একুশের বিধানসভা ভোটে হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম। এবার সেই নন্দীগ্রাম মামলাতেই নতুন মোড়। ভোটের মুখে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান-সহ জেলার তৃণমূল নেতাদের গ্রেফতারির সম্ভাবনা। 
লকডাউন-পর্বে নন্দীগ্রামে জমি আন্দোলন-পর্বের একাধিক মামলা প্রত্যাহার করে নেয় রাজ্য সরকার। তার বিরোধিতায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় বিজেপি। গত ৫ মার্চ হাইকোর্ট রাজ্য সরকারের নির্দেশিকায় স্থগিতাদেশ জারি করে। ওই মামলায় যাঁরা ইতিমধ্যেই জামিনে মুক্ত তাঁদের ফের আদালতে হাজিরা দিতে নির্দেশ দিয়েছে হলদিয়া মহকুমা আদালত। নন্দীগ্রাম মামলায় যাঁরা পলাতক তাঁদের অবিলম্বে গ্রেফতারের নির্দেশও দেওয়া হয়েছে। ভোটের আগে রাজনৈতিক ষড়যন্ত্র, আইনি পথে মোকাবিলা, প্রতিক্রিয়া শেখ সুফিয়ানের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram