Narada Case Hearing: ৪ নেতা প্রভাবশালী, সলিসিটর জেনারেলের এই তত্ত্ব খাটেনি আদালতে : কল্যাণ বন্দ্যোপাধ্যায়

Continues below advertisement

নারদ (Narada) মামলায় অন্তর্বর্তী জামিন মঞ্জুর। হেভিওয়েট নেতা-মন্ত্রীর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল হাইকোর্টের (High Court) বৃহত্তর বেঞ্চ। দুই লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডে জামিন মঞ্জুর করা হয়েছে। এই প্রসঙ্গে সাংসদ তথা আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় (Kalyan Banerjee) বলেন, ‘আমি জামিন সংক্রান্ত মামলা আগে শেষ করার আবেদন করেছিলাম। এই মামলার শুনানি কবে শেষ হবে তা জানা নেই। তাই আদালত অন্তর্বর্তী জামিন মঞ্জুর করার সিদ্ধান্ত নিয়েছে। তবে কিছু শর্তের কথা উল্লেখ করা হয়েছে। এই মামলার প্রক্রিয়া দীর্ঘ হবে। তাই হাউস অ্যারেস্ট তুলে নেওয়া হয়। কিন্তু সলিসিটর জেনারেল বিরোধিতা করেছিলেন। অভিযুক্তদের প্রভাবশালী বলে অভিযোগ করেন। তিনি বলেন, এই নেতা-মন্ত্রীরা প্রভাব খাটিয়ে মামলাকে ক্ষতিগ্রস্ত করতে পারেন। কিন্তু আদালত তাঁর এই অভিযোগ শোনেনি।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram