Narada Case Hearing: 'পরিকল্পিতভাবে CBI অফিস ঘেরাও করে বিক্ষোভ, ধর্নায় ছিলেন মুখ্যমন্ত্রীও', আদালতে সলিসিটর জেনারেল

Continues below advertisement

আজ ফের হাইকোর্টের (High Court) বৃহত্তর বেঞ্চে নারদ (Narada) মামলার স্থানান্তরের আবেদনের শুনানি। সিবিআই-এর (CBI) তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা এই মামলার অভিযুক্তদের গ্রেফতারি ও চার্জশিট পেশ করার দিন যে পরিস্থিতি তৈরি হয়েছিল তা ব্যাখ্যা করেন। তিনি বলেন, পরিকল্পিতভাবে সিবিআই অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখানো হয়েছিল। মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রীরা ধর্নায় বসেছিলেন। বিচারপতি সোমেন সেন তাঁকে প্রশ্ন করেন কীভাবে চার্জশিট পেশ করা হয়েছিল। ৪ নেতা-মন্ত্রীর গ্রেফতারি নিয়ে তুষার মেহতাকে প্রশ্ন করেন বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায়ও। সিবিআইকে মামলার গ্রেফতারি ও তার পরবর্তী ঘটনার বিস্তৃত বর্ণনা দিতে বলা হয় আদালতে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram