Narada Scam Probe : চারজনকেই একসঙ্গে গ্রেফতারের পূর্বপরিকল্পনা ছিল সিবিআই-এর, আজই চার্জশিট পেশ
নারদ-মামলায় (Narada) গ্রেফতার ফিরহাদ হাকিম (Firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), মদন মিত্র (Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। সিবিআই (CBI) সূত্রে খবর, এই চারজনকে একসঙ্গে গ্রেফতার করার প্ল্যান ছিল। কেন্দ্রীয় বাহিনী নিয়ে চারজন নেতার বাড়িতে সকালে আচমকা হানা দেয় সিবিআই। তাঁদের কোনও কথা বলার সুযোগ না দিয়েই নিজাম প্যালেসে নিয়ে আসা হয়। সিবিআই জানিয়েছে, তাঁদের তদন্তের প্রক্রিয়া প্রায় শেষ। আজই চার্জশিট জমা দেওয়া হচ্ছে। তৃণমূলের (TMC) অভিযোগ, সিবিআই-এর তালিকায় ১৩ জনের নাম আছে। কিন্তু বাকিদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেওয়া হল না? তৃণমূলের দাবি, এই মামলা থেকে বাঁচতেই মুকুল রায় (Mukul Roy) ও শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) বিজেপিতে যোগ দিয়েছেন। ম্যাথু স্যামুয়েলের (Mathew Samuel) প্রতিক্রিয়া, এই গ্রেফতারিতে আমি খুশি। তবে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) নাম নেই কেন, এ বিষয়ে প্রশ্ন তুলেছেন তিনি।