Narada Scam Probe : 'চার নেতা-মন্ত্রীর গ্রেফতারির সঙ্গে রাজনীতির কোনও যোগ নেই', দাবি রাহুল সিনহার

Continues below advertisement

নারদ-মামলায় (Narada) গ্রেফতার ফিরহাদ হাকিম (Firhad Hakim), সুব্রত মুখোপাধ্যায় (Subrata Mukherjee), মদন মিত্র (Madan Mitra) ও শোভন চট্টোপাধ্যায় (Sovan Chatterjee)। এই প্রসঙ্গে রাহুল সিনহা (Rahul Sinha) বলেন, ‘সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই (CBI) এই তদন্ত করছে। তদন্তে যাঁদের প্রাথমিকভাবে দোষী মনে করেছে সিবিআই, তাঁদেরকে গ্রেফতার করা হয়েছে। এতে কোনও রাজনীতি নেই। ওই ৪ জনই অভিযুক্ত ছিলেন। সিবিআই আপাতত তাঁদের অপরাধী পেয়েছে। যদি এই গ্রেফতারি নির্বাচনের (Electiomn) আগে হয়, তাহলে এটাকে রাজনৈতিক চক্রান্ত বলা যেত। নির্বাচন মিটে গেছে, তৃণমূল (TMC) অহেতুক রাজনীতির কথা তুলছে। নিজাম প্যালেসে একজন মুখ্যমন্ত্রীর (Mamata Banerjee) যাওয়া ঠিক নয়। এটা মুখ্যমন্ত্রী পদের অপব্যবহার।’

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram