Narendra Modi : কংগ্রেস অধীরকে কোণঠাসা করে অপমান করছে, কটাক্ষ নরেন্দ্র মোদির । ABP Ananda Live
Continues below advertisement
বৃহস্পতিবার লোকসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Prime Minister Narendra Modi) ভাষণে একাধিকবার উঠে এল কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরীর নাম। কংগ্রেস অধীরকে কোণঠাসা করে অপমান করছে বলেও কটাক্ষ করেন তিনি। পাল্টা অধীর চৌধুরী (Adhir Ranjan Choudhury) অবশ্য় বলেছেন, প্রধানমন্ত্রী তাঁর নাম করেছেন মানে তাঁর রাজনৈতিক উচ্চতা বাড়ছে।
Continues below advertisement
Tags :
Loksabha Bangla News ABP Anada ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda Live Tv Bengali ABP Ananda Bengali News Youtube NarendraModi ABP Ananda Youtube Bengal Politics Bengali Latest News - Bengali News ABP Ananda Youtube Channel #POLITICS Adhirranjanchoudhury