Narendra Modi: 'আমি কখনও চাই না, কোনও রাজ্যের উন্নয়নে ব্যাঘাত ঘটুক', মন্তব্য প্রধানমন্ত্রীর

Continues below advertisement

ABP Ananda LIVE: 'যে রাষ্ট্রসঙ্ঘে গিয়ে প্রথমবার তামিল ভাষার (Tamil Language)গুণগান করে, তাঁকে কীভাবে দোষারোপ করে!' 'আমি তো মাতৃভাষায় (Mother language) অফিসিয়াল কাজ করার কথা বলি'। 'প্রাদেশিক উন্নতি অস্বীকার করে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়'। 'আমি কখনও চাই না, কোনও রাজ্যের উন্নয়নে ব্যাঘাত ঘটুক'। 'কারণ আমি চাই সামগ্রিক ভাবে দেশের উন্নয়ন'। 'করোনার সময় মুখ্যমন্ত্রীদের (CM) সঙ্গে বারবার বৈঠক করেছি'। 'সবাই মিলে লড়াই করে করোনার (Corona)বিরুদ্ধে যুদ্ধ জয় করতে পেরেছি'। 'আমি চাই প্রতিযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামো'।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram