Narendra Modi: 'মণিপুরে শান্তির সূর্যোদয় হবেই, দেশ আপনাদের সঙ্গে আছে', জানালেন মোদি

Continues below advertisement

মণিপুর হিংসা নিয়ে উত্তাল হয়েছে দেশ, অশান্ত হয়েছে সংসদ। সেই পরিস্থিতিতে এদিন সকলের নজরে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাষণ। মণিপুর হিংসা নিয়ে তিনি কী বলেন, সেদিকে নজর ছিল সকলেরই। এদিন ভাষণ শুরুর দেড়ঘণ্টা ভাষণের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুখে শোনা যায় মণিপুর প্রসঙ্গ। 

যদিও বিরোধী শূন্য লোকসভায় মণিপুর নিয়ে ভাষণ রাখলেন প্রধানমন্ত্রী। তবে বক্তব্যর শুরুতে মণিপুর প্রসঙ্গে বিরোধী নিশানা করতে পিছপা হননি প্রধানমন্ত্রী। তিনি বলেন, 'মণিপুর নিয়ে আলোচনায় অংশ নেওয়ার ইচ্ছে নেই বিরোধীদের। রাজনীতি দূরে সরিয়ে কথা বলতে চেয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলোচনায় অংশই নিতে ইচ্ছা নেই বিরোধীদের।'

এরপরই তিনি বলেন, 'মণিপুরের ঘটনা আদালতে বিচারধীন রয়েছে। মণিপুরের ঘটনায় অনেকেই তাঁদের স্বজন হারিয়েছেন। মহিলাদের সঙ্গে যা হয়েছে তা ক্ষমার অযোগ্য অপরাধ। দোষীদের সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য কেন্দ্র সরকার রাজ্য সরকার একসঙ্গে প্রয়াস চালিয়ে যাচ্ছে। দেশের সব নাগরিকদের আশ্বস্ত করছি আসন্ন ভবিষ্যতে মণিপুরে শান্তির সূর্য উঠবে, মণিপুর আবার আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে যাবে।  দেশ আপনাদের সঙ্গে আছে, এই সংসদ সঙ্গে আছে। আমরা সবাই মিলে সমাধান করব। শান্তি স্থাপন হবেই।' 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram