PM Modi : 'পরের বার ১৫ অগাস্ট এই লালকেল্লা থেকেই...', '২৪-এও প্রত্যাবর্তনে আত্মবিশ্বাসী মোদি
বিরোধীরা একজোট । গত দুই বারের মতো লড়াইটা এবার সহজ হবে না বিজেপির কাছে। অন্তত I.N.D.I.A গঠনের পর, তেমনই মত প্রকাশ করছে রাজনৈতিক মহলের একাংশ। যদিও, বিরোধী জোট তাঁর তৃতীয়বার ক্ষমতায় প্রত্যাবর্তন রুখতে পারবে না বলে আত্মবিশ্বাসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় মোদির গলায় তারই প্রতিধ্বনি শোনা গেল। তিনি দাবি করলেন, লালকেল্লা থেকে পরের বছর ১৫ অগাস্ট দেশের সাফল্যের খতিয়ান তুলে ধরবে।
Tags :
Narednra Modi Independence Day Independence Day 2023 I Independence Day 2023 Live Independence Day Celebration 2023 Live