Narendra Modi: মালদা থেকে বেঙ্গালুরু অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
Continues below advertisement
আজ অযোধ্যায় ৬টি বন্দে ভারত ও ২টি অমৃত ভারত এক্সপ্রেসের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে একটি অমৃত ভারত পেয়েছে বাংলা। মালদা থেকে বেঙ্গালুরু। ৪৩ ঘণ্টায় মালদা টাউন স্টেশন থেকে বেঙ্গালুরু টার্মিনাসে পৌঁছবে ট্রেনটি। ট্রেনের গতিবেগ হবে ঘণ্টায় ১৩০ কিলোমিটার। আপাতত সপ্তাহে একদিন শনিবার চলবে মালদা-ব্যাঙ্গালোর অমৃত ভারত এক্সপ্রেস।
Continues below advertisement
Tags :
Narendra Modi Ayodhya News Ayodhya Ram Temple Narendra Modi Ram Mandir Trust Meeting Today In Ayodhya Latest Pics Of Ram Mandir Ram Mandir Latest Video Ramjanmabhoomi Ayodhya Ram Mandir Construction Video Ram Mandir News