Narendra Modi: প্রধানমন্ত্রীর মুখে মা কালীর স্তুতি, শ্রীরামকৃষ্ণ-বিবেকানন্দের কালী ভক্তির উল্লেখ
Continues below advertisement
স্বামী আত্মস্থানন্দর জন্মশতবর্ষের অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর মুখে মা কালীর স্তুতি। শ্রীরামকৃষ্ণ থেকে বিবেকানন্দর কালী ভক্তির উল্লেখ করলেন মোদি। তিনি বলেন, ‘স্বামী বিবেকানন্দ কালীভক্তিতে শিশুর মত হয়ে যেতেন। স্বামী আত্মস্থানন্দের মধ্যেও আমি সেই ভাব দেখেছি। মা কালীর আশীর্বাদ নিয়ে দেশ এগিয়ে চলেছে’।
Continues below advertisement
Tags :
BJP Narendra Modi PM Modi ABP Ananda নরেন্দ্র মোদি ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Maa Kali এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বিজেপি নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদী Kali Thakur