Narendra Modi: অবশেষে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করল নরেন্দ্র মোদি সরকার
Continues below advertisement
দীর্ঘ সাতাশ বছর পর, অবশেষে লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পেশ করল নরেন্দ্র মোদি সরকার। বিল অনুযায়ী, প্রতিটি নিবার্চনে লোকসভা এবং বিধানসভাগুলির এক তৃতীয়াংশ আসন ‘মহিলাদের জন্য সংরক্ষিত’ করা হবে। মঙ্গলবার সংসদে প্রধানমন্ত্রী বলেন, ভগবান হয়তো এটা করার জন্য আমায় বেছে নিয়েছেন। অধীর চৌধুরী বলেন, জহরলাল নেহেরু বলতেন, এই দেশে...ব্যক্তিপুজো হওয়া উচিত নয়।
Continues below advertisement
Tags :
Modi Reservation Bill Bangla News Bangla News Live Bjp ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News Narendra Women's