5G: ‘আজ শহরের থেকে গ্রামে ইন্টারনেট ব্যবহার বেশি হয়’, 5G এর সূচনা করে জানালেন মোদি
Continues below advertisement
টেলি-প্রযুক্তিতে ফাইভ জি যুগের সূচনা। দিল্লির প্রগতি ময়দানে প্রধানমন্ত্রী ফাইভ জি টেলিকম পরিষেবার সূচনা করলেন। এদিন নরেন্দ্র মোদি বলেন, ‘আত্মনির্ভর ভারতের কথা বলায় অনেকে ব্যঙ্গ করেছিল। এখন ভারত মোবাইল ফোন উৎপাদনে দ্বিতীয়। আজ শহরের থেকে গ্রামে ইন্টারনেট ব্যবহার বেশি হয়। আগে দূরদর্শিতার অভাবে টেলিকম ক্ষেত্রকে সমস্যার সম্মুখীন হতে হয়েছে। বিরোধীরা বলতেন, গরিব মানুষ ডিজিটালের মানেই বুঝবে না। কিন্তু আমি তাঁদের উপর ভরসা রেখেছি। উচ্চবর্গের মানুষের দেশের গরিব মানুষের উপর ভরসা ছিল না। আজ প্রযুক্তি গণতান্ত্রিক হয়ে উঠেছে’।
Continues below advertisement
Tags :
Service Bangla News Bangla News Live 5G Technology Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Video Download Telecom