Narendra Modi: 'আজ ভারত বিশ্ববন্ধু হিসেবে নিজের জায়গা তৈরি করেছে', বললেন মোদি

Continues below advertisement

'দেশের সংসদীয় যাত্রা স্মরণ করতেই এই বিশেষ অধিবেশন'
'সংসদ ভবনের ৭৫ বছরের যাত্রায় ঐতিহাসিক ঘটনার সাক্ষী'
'আমরা নতুন সংসদ ভবনে গেলেও পুরনো এই ভবন যুব সমাজের কাছে দৃষ্টান্ত'
'এই ভবন তৈরিতে দেশের মানুষের পরিশ্রম, অর্থ রয়েছে'
'চন্দ্রযান ৩-এর সাফল্যে শুধু ভারত নয় সারা বিশ্ব অভিভূত'
'জি ২০-র সাফল্য ১৪০ কোটি দেশবাসীর'
'এই সাফল্য কোনও ব্যক্তি বা দলের নয়, ভারতের সাফল্য'
'দেশের বিবিধতা এই সম্মেলনের মধ্যে দিয়ে সারা বিশ্বে পৌঁছে গেছে'
'ভারতের প্রতি সন্দেহ করার স্বভাব কিছু মানুষের স্বাধীনতার পর থেকে চলে আসছে'
'কিন্তু সবকিছুর ঊর্ধ্বে উঠে ভারত জবাব দিয়ে দিয়েছে'
'আজ ভারত বিশ্ববন্ধু হিসেবে নিজের জায়গা তৈরি করেছে'
'বেদ থেকে বিবেকানন্দ পর্যন্ত আমাদের সংস্কারই তার আধার'
'এই সংসদ ভবনের গৌরব আমাদের সবার'
'প্রথমবার যখন সাংসদ হিসেবে এই ভবনে প্রবেশ করি, মাথা নত করে প্রণাম করেছিলাম'
'সংসদ ভবনই দেশের গণতন্ত্রের মন্দির'
'এই সংসদ ভবনেই ৪৩ বছর ধরে অংশ নিয়েছেন সিপিআইয়ের ইন্দ্রজিৎ গুপ্ত'
'মাত্র ২৫ বছর বয়সে সাংসদ হয়েছেন চন্দ্রমণি মুর্মু'
'এই ৭৫ বছরে সব থেকে বড় সাফল্য হল সংসদ ভবনের প্রতি বেড়ে চলা বিশ্বাস'
'নেহরু, শাস্ত্রী থেকে অটল বিহারী, মনমোহন সিং, প্রত্যেকে এই সদনের নেতৃত্ব দিয়েছেন'
'আজ তাঁদের গুণগান করার সময় এসেছে'
'এই সংসদ ভবনে জঙ্গি হামলা হয়েছে, সেই হামলা হয়েছিল গণতন্ত্রের উপর'
'যাঁরা এই সংসদ ভবন ও তার সদস্যদের বাঁচাতে নিহত হয়েছিলেন, তাঁদের প্রণাম জানাই'
'এই সংসদ ভবনে পণ্ডিত নেহরুর বক্তব্য আমাদের অনুপ্রেরণা দেয়'
'বাংলাদেশের মুক্তির জন্য ইন্দিরা গাঁধীকে সমর্থন করেছিল এই সংসদ ভবন'
'এই সংসদ জরুরি অবস্থাও দেখেছে, আবার গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাও দেখেছে'
'নরসিমা রাওয়ের আমলে দেশের আর্থিক সংস্কার হয়েছে'
'৩৭০ ধারা বিলুপ্ত হয়েছে এই সংসদ ভবন থেকে'
'এক দেশ, এক কর ব্যবস্থা এই সংসদ ভবনই চালু করেছে'
'

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram