Narendra Modi: দেশবাসীকে স্বচ্ছতার জন্য একঘণ্টা শ্রমদানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী
Continues below advertisement
মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তীর আগে অক্টোবরের প্রথম দিনে দেশবাসীকে স্বচ্ছতার জন্য একঘণ্টা শ্রমদানের ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী (Narendra Modi)। এক তারিখ, একঘণ্টা, একসঙ্গে--মন কি বাতের ১০৫ তম পর্বে এই আহ্বান জানিয়েছিলেন মোদি। প্রধানমন্ত্রী বলেন, স্বচ্ছ ভারত গড়ে তোলা সকলের মিলিত দায়িত্ব।আজ সকাল ১০টায় এই অভিযান শুরু হবে দেশজুড়ে। এই অভিযান প্রতীকী হলেও স্বচ্ছতা নিয়ে দেশবাসীর মধ্যে সচেতনতা তৈরি করাই এর মূল উদ্দেশ্য। সমাজের সব স্তরের মানুষকে এই স্বচ্ছতা অভিযানে সামিল হওয়ার ডাক দিয়েছেন মোদি।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Bjp ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Live ABP Ananda Bengali News NarendraModi Swachhata Avijaan