Narendra Modi: 'আমি সিদ্ধান্ত নিই দেশের সামগ্রিক উন্নতির জন্য', মন্তব্য প্রধানমন্ত্রীর
ABP Ananda LIVE: '২০৪৭ ও ২০২৪-কে এক করা উচিত নয়'। '২০৪৭ সালে দেশের স্বাধীনতার ১০০ বছর হবে'। 'স্বাধীনতার ৭৫ বছরে আমরা দাঁড়িয়ে আছি'। 'আগামী ২৫ বছরে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে'। '২০২৪ সাল লোকসভা ভোটের (lok sabha election) বছর'। 'এই ভোট দেশের কাছে কংগ্রেসের ৫ দশকের শাসনের সঙ্গে আমার ১০ বছরের শাসনের তুলনা করার সুযোগ'।'করোনার কারণে ২ বছর কাজ করতে না পারলেও সবক্ষেত্রে দেশ এগিয়ে গিয়েছে'। 'দেশ মজবুত হলে মানুষ তার সুফল লাভ করে'। 'আমরা আমাদের ট্র্যাক রেকর্ড নিয়ে এসেছি, মানুষ বিচার করুক'। 'আমার কোনও সিদ্ধান্ত কাউকে ভয় পাওয়ানোর জন্য নয়'। 'আমি সিদ্ধান্ত নিই দেশের সামগ্রিক উন্নতির জন্য'। 'আমি সময় নষ্ট করতে চাই না'।
Tags :
CAA ABP Ananda LIVE Narendra Modi Interview CAA : Pm Modi On Electoral Bonds Pm Modi On Anti Sanatan Remark Pm Modi On Dmk Pm Modi On Ram Mandir Pm Modi On Elections 2024