Narendra Modi: কংগ্রেসের ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে: মোদি | ABP Ananda LIVE
Continues below advertisement
ABP Ananda LIVE: 'মহারাষ্ট্রে সুশাসন, বিকাশ, ন্যায়ের জয় হয়েছে' । 'মহারাষ্ট্রে পরিবারবাদ, বিভাজনকারীদের হার হয়েছে' । 'আজ নেতিবাচক রাজনীতির পরাজয় হয়েছে' । 'বিকশিত ভারতের সংকল্প আরও জোরদার হল' । 'একের পর এক নির্বাচন বলে দিচ্ছে, আজ দেশ শুধু উন্নয়ন চায়' । 'ঝাড়খণ্ডের উন্নয়ন আরও জোর দেবে বিজেপি' । মহারাষ্ট্রে তোষণের রাজনীতির পতন: মোদি ।মহারাষ্ট্রের এখন সবচেয়ে বড় দল বিজেপি: মোদি । 'কংগ্রেস জোটের থেকে বিজেপি অনেক বেশি ভোট পেয়েছে' । 'সুশাসনের প্রশ্ন এলেই এনডিএ-এর ওপর আস্থা রাখে মানুষ'
'বিজেপির সুশাসনের মডেলকে বিশ্বাস করে জনতা' । 'মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা হয়েছিল, মহারাষ্ট্র জবাব দিয়েছে' । 'এসটি, ওবিসি-দের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা হয়েছিল'
কংগ্রেসের ষড়যন্ত্র ফাঁস হয়ে গিয়েছে: মোদি । আদিবাসী থেকে ওবিসি, সবাই বিজেপিকে ভোট দিয়েছে', মন্তব্য মোদির
Continues below advertisement